পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मश्रम ब्रिट्ष्झनै - २84 ভাণ্ডার পরিপূর্ণ করিয়া গিয়াছেন। মুসলমান-বিজয়ের অব্যবহিত পূৰ্ব্বে, জয়দেব সংস্কৃত ভাষায় এই জাতীয় গীতি-কবিতা রচনা করিয়াছিলেন, তাহার পূৰ্ব্বে কোনও কবি কোনও দেশে এই রীতি অবলম্বন করিয়াছিলেন কিনা তাহা বলিতে পারা যায় না । গৌড়ীয় স্বাধীনতা বিনষ্ট হইলে ঘোর বিপ্লবের যুগে বোধ হয় সাহিত্য-চৰ্চা সম্ভবপর ছিল মা । রাজা গণেশের অভু্যদয়ের পরে গৌড়ীয়-সাহিত্যে নবযুগ আরব্ধ হইলে চণ্ডীদাস সৰ্ব্বপ্রথমে জয়দেব অবলম্বিত গীতি-কবিতা রচনা-রীতি বাঙ্গালা ভাষায় নিয়োগ করিয়াছিলেন। শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেনের মতানুসারে, চৈতন্যদেবের আবির্ভাবে বাঙ্গালা দেশের একটি সামাজিক সমস্যা পূরণ হইয়াছিল। হিন্দু-ধর্মের পুনরুত্থানের সহিত গৌড়ে ও বঙ্গে বৌদ্ধধৰ্ম্ম হীনবল হইয়া পড়িয়াছিল এবং ব্রাহ্মণ-প্রচলিত কঠোর সমাজ-শাসনে, বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীগণ হিন্দুসমাজে মিশিয়া যাইতে পারেন নাই। নব প্রচলিত ধৰ্ম্মে বর্ণাশ্রম বিচার ছিল না। পূৰ্ব্বে, সমাজভ্ৰষ্ট ও জাতিভ্রষ্ট নরনারী প্রত্ৰজ্য গ্রহণ করিয়া বৌদ্ধসজ্যে আশ্রয় লাভ করিত। বৌদ্ধধৰ্ম্ম লুপ্তপ্রায় হইলে এই সকল নরনারী নিরুপায় হইয়াছিল। ইহারা, খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ও ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে বাঙ্গালা দেশে নেড়ানেড়ী নামে পরিচিত ছিল । নিত্যানঙ্গ ও অদ্বৈতাচাৰ্য্য এই সকল ভিক্ষু ও ভিক্ষুণীগণকে নবীন বৈষ্ণবধৰ্ম্মে দীক্ষিত করিয়া উদ্ধার করিয়াছিলেন ২ ২ । - (**) Ibid, pp. 566-67.