পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bs বাঙ্গালার ইতিহাস দেখিতে পাওয়া যায়। তবকাং-ই-নাসিরীর মূলে সহলং বা সহলন্ত ও সহিলী বা সহওয়ালী মুদ্রিত আছে বখশী নিজামূ-উদ্দীন আহমদের তবকাং-ইআকবরীতে কম্পিলা ও পতিআলী নাম দেখিতে পাওয়া যায় ৩ । বদলওনীর মস্তখবত-উৎ-তওয়ারিখেও এই নাম দেখিতে পাওয়া যায় গোলাম হোসেন সলিমের রিয়াজ-উস্-সালাতীনে কম্বালা ও বেতালী নাম দেখিতে পাওয়া যায় তবকাৎ-ই-নাসির অনুবাদক মেজর র্যাভাট ( Major H. G. Raverty ) বলেন যে, তবকাং-ই-নাসিরীর প্রাচীনতম পুথিতে ভগবৎ ও ভোইলি নাম দেখিতে পাওয়া যায়। চুণারগড়ের নিকটে গঙ্গা ও কৰ্ম্মনাশার মধ্যবর্তী ভূভাগে দুইটি পরগণা এখনও এই নামে পরিচিত। কম্পিলা (সম্ভবতঃ কুস্তিল) ও পতিতা ( ইহাই বোধ হয় পতিআলী বা বেতালীর শুদ্ধ নাম ) ভগবৎ ও ভোইলির নিকটে অবস্থিত। বর্তমান চুণারগঢ় দুর্গ সম্ভবতঃ ভগবৎ পরগণার মধ্যে অবস্থিত ছিল ৬ । তাহার অধিকার হইতে বখতিয়ার মনের ও বিহার প্রদেশ লুণ্ঠন করিতেন মনের শোণ ও গঙ্গার বর্তমান সঙ্গমস্থলে অবস্থিত । বিহার এখনও ঐ নামেই পরিচিত, ইহা পাটনা জেলার একটি মহকুমা । মনের ও বিহার প্রদেশের প্রাচীন নাম মগধ, মগধ লুণ্ঠনে লব্ধ অর্থে বখতিয়ার অশ্ব ও অস্ত্র ক্রয় করিয়া সেনা সংগ্রহ করিতে আরম্ভ করিলেন । এই সময়ে তাহার যশ চতুর্দিকে ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল ; ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থান হইতে আসিয়া, খলজ জাতীয় আফগানগণ র্তাহার সেনাদলভুক্ত হইয়াছিল । মালিক কুতবত-উদ্দীন, তাহার বীরত্ব ও ধনসম্পদের সুখ্যাতি শ্রবণ করিয়া তাহাকে একটি খিলাং প্রেরণ করিয়াছিলেন । ইহার পরে, তিনি সসৈন্য বিহার প্রদেশ আক্রমণ করিয়া অধিবাসিগণকে অত্যাচারে জর্জরিত করিয়া তুলিয়াছিলেন। কিয়ংকাল মগধরাজ্য লুণ্ঠন করিয়া বখতিয়ার বিহারের দুর্গ আক্রমণের আয়োজন করিলেন । যে প্রকারে বিহারের দুর্গ আক্রান্ত (২) তবকাৎ-ই-নাসির, মূল, প্রথম ভাগ, পৃঃ ১৪৭ ৷ (৩) তবকাৎ-ই-আকবরী ( Bibliotheca Indica ) মূল, প্রথম ভাগ, পূঃ ৪৭। (৪) মন্তখব-উৎ-তওয়ারিখ, (Bib, Ind. ) মূল, পৃঃ ৫৭ ৷ (ঞ্চ রিয়াজ-উস-সালাতন (Bib, Ind. ) মূল, পৃঃ ৬১। (৬) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৫০, পাদটীকা ৫। (4) ఇ+f (Bib. Ind) (, ): »s" i (v) {