পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર&ર বাঙ্গালার ইতিহাস লিখিয়াছিলেন । ফরাঁদ, পিতৃগৃহে প্রত্যাবর্তন করিতে স্বীকার না করিয়া জৌনপুরে অধ্যয়ন আরম্ভ করিয়াছিলেন। কয়েক বৎসর পরেশ্বসন খণ সূর, জমাল খণর সহিত সাক্ষাৎ করিতে জৌনপুরে আসিলে তাহার স্বজাতীয় আফগানগণ ক্রীতদাসীর অনুরোধে, জ্যেষ্ঠপুত্রকে ত্যাগ করিবার জন্য অনুযোগ করিয়া ফরীদকে একটি পরগণার শাসনভার দিতে অনুরোধ করিয়াছিলেন। হসন জ্ঞাতিবর্গের অনুরোধে ফরীদের সহিত গৃহে প্রত্যাবর্তন করিয়া তাহাকে দুইটি পরগণার শাসনভার প্রদান করিয়াছিলেন ১ । অতি অল্প সময়ের মধ্যে ফরী পরগণাদ্বয় শাসন করিয়া রাজস্ব আদায়ের সুব্যবস্থা করিয়াছিলেন? ২। কিয়ংকাল পরে হসন খণ, সোলেমানের মাতার অনুরোধে, ফরীদের নিকট হইতে পরগণাদ্বয়ের শাসনভার গ্রহণ করিয়া সোলেমান ও আহমদকে শিকদার নিযুক্ত করিয়াছিলেন”। ফরদ পুনৰ্ব্বার গৃহত্যাগ করিয়া কানপুরে যাত্রা করিয়াছিলেন এবং কানপুর হইতে সূর জাতীয় শেখ ইসমাইল ও শেখ ইব্রাহিমের সহিত আগ্রায় সুলতান ইব্রাহিম লোদীর সভায় গমন করিয়াছিলেন’ । আগ্রায় আজমৃ হুমায়ুন সবুওয়ানীর গৃহে প্রতিপালিত দৌলৎ ধণ দ্বাদশ সহস্ৰ অশ্বারোহীর নায়ক ছিলেন, ফরীদ তাহার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন’ । কিয়ংকাল পরে, হসন খ৭ সূরের মৃত্যু হইয়াছিল এবং দৌলৎ খণর সাহায্যে, ফরীদ খ7 পিতার জায়গীর লাভ করিয়া সুলতানের পরওয়ানা পাইয়া দেশে প্রত্যাগমন করিলেন। দেশে ফিরিয়া আসিলে হসন খণর সৈন্যগণ ফরীদের পক্ষাবলম্বন করিয়া ছিল এবং সোলেমান চাওন্ধ পরগণার শাসনকর্তা মহম্মদ খৰ্ণ সূর দাউদ শাহুখেলের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন’ । মহম্মদ খণ সোলেমানের পক্ষাবলম্বন করিলে পাণিপথের যুদ্ধক্ষেত্রে সুলতান ইব্রাহিম লোদীর পরাজয়বাৰ্ত্ত শ্রবণ করিয়া ফরদ খ" বিহারের অধীশ্বর দরিয়া খণ লোহানীর পুত্র বিহার খ" লোহানীর আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ইব্রাহিম লোদীর মৃত্যুর পরে বিহার খণ স্বাধীনতা অবলম্বন করিয়া সুলতান মহম্মদ উপাধি গ্রহণ করিয়াছিলেন । এই সময়ে শিকারে একাকী একটি ব্যাঘ্র হত্যা করিয়া ফরীদ খ7, শের খণ (>3) Ibid, p. 312. (so) Ibid, pp.313-17. (>e) Ibid, p. 319. (58) Ibid, p. 321. (se) Ibid. (*) Ibid, p. 323,