পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ N&రీ উপাধি লাভ করিয়াছিলেন ১৭ এবং তদবধি তিনি ইতিহাসে শের খ" নামে পরিচিত । কিয়ংকাল পরে, শের থ" জায়গীর দর্শন করিতে গিয়া বিলম্ব করিয়াছিলেন। এই সময়ে মহম্মদ খৰ্ণ সূর, সুলতান মহম্মদের নিকট উপস্থিত হইয়া শের খণর বিরুদ্ধে বহু অভিযোগ করিয়াছিলেন১৮ । কিন্তু সুলতান মহম্মদ তাহাতে কৰ্ণপাত না করায়, তিনি ফিরিয়া আসিয়া শের খ*ার জায়গীর আক্রমণ করিয়াছিলেন। শের খণর পুরাতন ভৃত্য সুখ পরাজিত ও নিহত হইয়াছিল এবং পরগণাদ্বয় মহম্মদ খণ সূর কর্তৃক অধিকৃত হইয়াছিল’। শের খণ পাটনায় গমন করিয়া আগ্রার সুলতান জুনৈদ বর্লাসের নিকট দৃত প্রেরণ করিয়াছিলেন। জ্বনৈদ বর্লাস্ কড়া-মাণিকপুরের শাসনকর্তা ছিলেন । র্তাহার সাহায্যে শের খণ স্বীয় জায়গীর অধিকার করিয়া মহম্মদ খণ সূরের জায়গীর চাওন্ধ পরগণা পর্যন্ত অধিকার করিয়াছিলেন । মহম্মদ খ" ও সোলেমান পাৰ্ব্বত্যপ্রদেশে পলায়ন করিয়াছিলেন২• । এই সময়ে শের খার সহিত মহম্মদ খ৭ সূরের সন্ধি স্থাপিত হইয়াছিল। শের খণ চাওন্ধ পরগণা তাহাকে প্রত্যার্পণ করিয়া এবং স্বীয় জায়গীর নিজাম্ খণর হস্তে সমর্পণ করিয়া সুলতান জ্বনৈদ বর্লাসের সহিত সাক্ষাৎ করিতে আগ্রায় গমন করিয়াছিলেন, এবং তাহার সহিত বাবর বাদশাহের দরবারে গমন করিয়াছিলেন। শের খণ চন্দেরীর যুদ্ধে উপস্থিত ছিলেন এবং কিয়ংকাল মোঙ্গোলদিগের সহিত বাস করিয়া তাহাদিগের রীতিনীতি ও অণচার ব্যবহার লক্ষ্য করিয়াছিলেন ২১ । সুলতান জ্বনৈদ বর্লাস আগ্রা পরিত্যাগ করিবার সময়ে শের ধার জন্য র্তাহার জ্যেষ্ঠ ভ্রাতা মীর খলিফাকে বহু অনুরোধ করিয়াছিলেন২২ । কিয়ংকাল পরে শের র্থ স্বীয় বাক সংষমের অভাবে ভীত হইয়া মোঙ্গোল-শিবির হইতে পলায়ন করিয়াছিলেন২৩। সাসারামে ফিরিয়া আসিয়া শের খী সুলতান জ্বনৈদ বর্লাসকে বহু উপঢৌকন প্রেরণ করিয়াছিলেন এবং বিহারে সুলতান মহম্মদ খাঁর আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। সুলতান মহম্মদ খাঁর মৃত্যু হইলে, (S4) Ibid, p. 325. (Sv) Ibid, p. 326. (os) Ibid, p. 328. (ao) Ibid, p. 329. (**) Ibid, p. 330. (ss) Ibid, p. 331, (*) Ibid, p. 32.