পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6 by বাঙ্গালার ইতিহাস জাতীয় মন্ত্রীর অনুরোধে হরেকৃষ্ণ রায় অবশেষে শের খার পরিবারবর্গকে দ্বিতীয়বার রোহতাস ত্বৰ্গে আশ্রয় প্রদান করিতে সন্মত হইয়াছিলেন’ । শের খা, শিবিকীয় পরিবারবর্গের পরিবর্তে আফগান যোদ্ধগণকে প্রেরণ করিয়া অল্পায়াসে রোহতাস দুর্গ অধিকার করিয়াছিলেন ১৮ । তারিখ-ই-শেরশাহী রচয়িতা আব্বাস খণ সরূওয়ানী বলেন যে, এইরূপে রোহতাস্ দুর্গ অধিকারের বিবরণ সত্য নহে* ৯ এই সময়ে, শের খণর প্রধান কৰ্ম্মচারী খাওয়াস খ", গৌড়ম্বর্গের পরিখায় জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করিয়াছিলেন এবং শের খ" তাহার ভ্রাতা মোসাহেব খ"কে, খাওয়াস খা উপাধি দিয়া গৌড়ে প্রেরণ করিয়াছিলেনঃ “ । দ্বিতীয় খাওয়াস খ ও জলাল খাঁর যত্নে গৌড় নগর অধিকৃত হইয়াছিল এবং গৌড়েশ্বর গিয়াস্-উদ্দীন মহমূদ শাহ জলপথে হাজীপুরে পলায়ন করিয়াছিলেন । হুমায়ূন চুণার দুর্গ অধিকার করিয়া বারাণসী হইতে শের ধার নিকট দৃত প্রেরণ করিয়াছিলেন । শের খী দূতমুখে বলিয়া পাঠাইয়াছিলেন যে, গৌড়রাজ্যের অধিকার পাইলে তিনি মগধ বা বিহার প্রদেশ হুমায়ূনকে ছাড়িয়া দিবেন এবং বার্ষিক দশলক্ষ টাকা রাজস্ব প্রেরণ করিবেন । হুমায়ুন শের খার প্রস্তাবে সম্মত হইয় তাহাকে একটি অন্ধ ও একটি বহুমূল্য খিলাৎ প্রেরণ করিয়াছিলেনং ২। এই ঘটনার তিন দিন পরে, গৌড়ের সুলতান গিয়াসূউদ্দীন মহমূদ শাহের দৃত হুমায়ূন বাদশাহের নিকট উপস্থিত হইয়াছিল এবং তাহার কথানুসারে বাদশাহ খাল-খানান ইউসফখেল ও বরলাস্জাতীয় প্রধানগণকে বহুরূকুণ্ডায় ও মীজণ হিন্দালকে হাজীপুরে প্রেরণ করিয়া স্বয়ং গৌড়াভিমুখে অগ্রসর হইয়াছিলেন । শের খ সমস্ত সৈন্য বহরকুণ্ডায় রাখিয়া হুমায়ূনের গোঁড়যাত্রী-সংবাদ শ্রবণ মাত্র স্বয়ং গোঁড়াভিমুখে যাত্র করিয়াছিলেন। মনের গ্রামে হুমায়ুমের সহিত গিয়াস-উদ্দীন মহমুদ শাহের সাক্ষাৎ হইয়াছিল** । শিক্রৗগলিতে শের ধার অাদেশে ইউসফ খী আচাখেল (84) Elliot's History of India, Vol. IV, p. 359. (sv) Dorn’s History of the Afghans, pt. I, p. 110. (se) Elliot's History of India, Vol. IV, pp. 361-62. (eo) Ibid, p. 359. (es) Ibid, 360. (es) Ibid., p. 362. (*) Ibid, p. 363. es) ibid, p.364. (**) Ibid, pp. 365-66,