পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ فوني হুমায়ুন পরাজিত হইলে শের শাহ ইসাখশকে দূতস্বরূপ মালবেও গুজরাটে প্রেরণ করিয়াছিলেন এবং পরে তাহার পুত্র কৃতব্য থাকে উক্ত প্রদেশদ্বয়ে প্রেরণ করিয়াছিলেন” । এই সংবাদ শ্রবণ করিয়া হুমায়ূন তাহার ভ্রাতা মীর্জা হিন্দাল ও মীর্জা আস্করিকে চন্দেরী দুর্গে প্রেরণ করিয়াছিলেন** । মালব ও গুজরাটের প্রধানগণ কুতব খণকে সাহায্য না করায় তিনি চোদ্ধার যুদ্ধে পরাজিত ও নিহত হইয়াছিলেন । হিন্দাল ও আস্করি জয়লাভ করিয়া আগ্রায় প্রত্যাবর্তন করিয়াছিলেন” । বদাওনী অনুসারে, শের খণর পুত্র কাল্পীর যুদ্ধে নিহত হইয়াছিলেন । হুমায়ূন নূতন সৈন্য সংগ্ৰহ করিয়া ৯৪৬ হিজরার জিলকদ মাসে (এপ্রিল, ১৫৪০ খৃষ্টাব্দে ) কনৌজ অবধি অগ্রসর হইয়াছিলেন১৩ । শের খণ সসৈন্য কনৌজের পরপারে শিবির স্থাপন করিয়াছিলেন । ৯৪৭ হিজরার মহরম মাসের দশম দিবসে ( ১৭ই মে, ১৫৪০ খৃষ্টাব্দে ) হুমায়ুন গঙ্গা পার হইয়া শের খণকে আক্রমণ করিয়াছিলেন এবং পরাজিত হইয়াছিলেন•• । হুমায়ুন আগ্রায় পলায়ন করিলে বিহারের শাসনকর্তা শুজাং থ" গোয়ালিয়র দুর্গ আক্রমণ করিয়াছিলেন এবং নাসির খণ সম্ভল আক্রমণ করিয়াছিলেন ১৫ । আগ্রায় অবস্থান করা অসম্ভব দেখিয়া হুমায়ূন রাজধানী ত্যাগ করিয়া লাহোরে গমন করিয়াছিলেন । শের শাহ আগ্র অধিকার করিয়া লাহোর অভিমুখে অগ্রসর হইয়াছিলেন । সুলতানপুরের যুদ্ধে বরমুজাদগুর ও খাওয়াস খাঁ, মোঙ্গোলদিগকে পরাজিত করিয়া- . ছিলেন । ইহার পরে, হুমায়ুন ও মীজৰ্ণ কামরান লাহোর পরিত্যাগ করিয়া পলায়ন করিয়াছিলেন•• । শের শাহ লাহোর অধিকার করিয়া ধৃশাব পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছিলেন । শের শাহ পঞ্জাবে রোহতাস নামে আর একটি তুর্গ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, ইহা নন্দন পরগণায় অবস্থিত৯৭ । (v») Dorn's History of the Afghans, pt. I, p. 124. (so) Ibid, p. 124-25. (as) Ibid, p. 125. (১২) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৫৬৩। (»•) Chronology of Modern India, p. 27. (as) Ibid, p. 28. 弱 (se) Elliot's History of India, Vol. IV, pp. 382-83. (*) Ibid, p. 387, (**) Ibid, p. 390.