পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস طواة একটি,** ও ঢাকার চিত্রশালায় একটি তোপ আছে । ঢাকার চিত্রশালার তোপটি ১৯০৯ খৃষ্টাব্দে নারায়ণগঞ্জের সাৰ্দ্ধ তিন ক্রোশ দূরবর্তী দেওয়ানবাগ বা মনোহর খণর বাগে আবিষ্কৃত হইয়াছিল । এই কয়টি তোপের উপরে শের শাহের নাম, সৈয়দ আহমদ রুমীর নাম ও ৯৪৯ হিজর (১৫৪২ খৃষ্টাব্দ ) তারিখ আছে । ৯৪৫ হিজরায় (১৫৩৮ খৃষ্টাব্দে ), স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পরে শের শাহ সাসারামে বিস্তৃত জলাশয় মধ্যে র্তাহার পিতা হসন, খ সূরের সমাধি মন্দির নির্মাণ করিয়াছিলেন- পাটনা জেলায় হিলসা গ্রামে শেখ জুমন মাদারীর দরগাহে একখানি শিলালিপি আছে, তাহাতে শের শাহের নাম আছে। এই শিলালিপি অনুসারে, দরিয়া খী জঙ্গী কর্তৃক ৯৫০ হিজরার শফর মাসের উনত্রিংশ দিবসে (৩রা জুন ১৫৪৩ খৃষ্টাব্দে ) শাহ জুমন মাদারীর সমাধি নির্মিত হইয়াছিল’ । রোহতাস দুর্গে জার্মী মসজিদে একখানি অস্পষ্ট শিলালিপি আছে, তাহাতে শের শাহের নাম ও ১৫০ হিজরা তারিখ পড়িতে পাওয়া যায়** । শের শাহ নিজনামে বহুবিধ সুবৰ্ণ, রজত ও তাম্রমুদ্রা মুদ্রাঙ্কন করাইয়াছিলেন। রজতমুদ্রাগুলি আগ্রাং", ফতেহাবাদ২১, গোয়ালিয়র২২, কাল্পী২৩, দিল্লী , সপ্তগ্রাম২৫, শরীফাবাদ২৬, শেরগড়ং, বকরং৮ ও উজ্জয়িনী** হইতে মুদ্রিত হইয়াছিল। তাম্রমুদ্রাগুলি আৰু", আগ্রা”, আলোয়ার’, বয়ানা9৩, চুণারe", গোয়ালিয়র ৩৪, (St) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. VII, p. 48. (St.) Ibid, Vol. V, p. 368. (so) list of Ancient Monuments in Bengal, Calcutta, 1895, p. 364-65. firs | (১৯) অপ্রকাশিত। چہچہ (ss) (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. I, p. 84, Nos. 615-18. - (As) Ibid, p. 85, Nos. 620. ' (os) Ibid, pp. 85-86, Nos. 621-25. (Re) Ibid, p. 87, Nos. 635-36. (sa) Ibid, pp. 86-87, 90-91, Nos. 627-34, 651-52 (so) Ibid, p. 88, Nos. 638. (aw) Ibid, pp. 88-89, Nos. 640-41. (as) Ibid, pp. 89-90, Nos 642-47. (av) - Ibid, p. 90, Nos. 648-50. (aa) Ibid, p. 91, Nos.653. (eo) Ibid, p. 96, Nos. 628. (es) Ibid. Nos. 679-81. (o) Ibid, p. 97, Nos. 682-83. (ee) Ibid, Nos. 684-86. (eg) Ibid, pp. 97-98, Nos. 687-92, ,s( Ibid, թթ. 98-99, Nos. 693-97aه)