পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস أطاج ধা পান্নায় অবস্থান করিতেছিলেন । শের শাহের মৃত্যুর পরে, আমীরগণ সংবাদ প্রেরণের ছলে মহমূদ খণকে কালঞ্জর হইতে স্থানান্তরে প্রেরণ করিয়াছিলেন” । পিতার মৃত্যুর তিন দিন অথবা পাচ দিন পরে, জলাল খী কালঞ্জর দুর্গে উপস্থিত হইলে আমীরগণ র্তাহাকে সিংহাসনে স্থাপন করিয়াছিলেন• • । ১৫২ হিজরার রবী-উল আউয়ল মাসের পঞ্চদশ দিবসে, বৃহস্পতিবারে (২৫শে মে, ১৫৪৫ খৃষ্টাব্দে ), ইসলাম শাহ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । শের শাহের জ্যেষ্ঠ পুত্র আদিল খণ, পিতার মৃত্যুসংবাদ পাইয়া কালঞ্জর দুর্গের দিকে অগ্রসর হন নাই। ইসলামৃ শাহের সিংহাসনপ্রাপ্তি শ্ৰবণ করিয়া তাহার পুত্ৰ মহমূদ থাকে আগ্র অধিকার করিতে প্রেরণ করিয়াছিলেন । আগ্রার শাসনকর্তার্তাহাকে নগরে প্রবেশ করিতে দেন নাই এবং মাড়োয়ারের শাসনকৰ্ত্তাও তাহাকে সাহায্য করিতে অসম্মত হইয়াছিলেনঃ ১ । এই সংবাদ পাইয়া আদিল খী কালঞ্জর হইতে আগ্রাভিমুখে অগ্রসর হইয়াছিলেন । আদম্ খা বট্‌নী দূতস্বরূপ আদিল ধার নিকট প্রেরিত হইয়াছিলেনৎ২। শের শাহের আমীরগণ কেহই তাহাকে সাহায্য করিতে প্রস্তুত না হওয়ায় আদিল খ বাধ্য হইয়া ইসলামৃ শাহের অধীনতা স্বীকার করিয়াছিলেন । এই সময়ে ইসলাম শাহ আদিল ধীকে আগ্রায় আসিতে অনুরোধ করিয়াছিলেন। খাওয়াস খ্ৰী, জলাল, খ জালু, ইসা গ্ৰী নিয়াজী প্রমুখ প্রধানগণ তাহার প্রাণরক্ষা করিতে স্বীকৃত হওয়ায়, আদিল থ আগ্রা ও ফতেপুর শিক্রীর মধ্যবর্তী শীকারপুর গ্রামে ইসলাম শাহের সহিত সাক্ষাৎ করিয়াছিলেনৎ৩ ৷ ইসলামৃ শাহের ইচ্ছা ছিল যে, তিনি এই সময়ে জ্যেষ্ঠকে বন্দী করিবেন এবং এইজন্য তিনি আদিল থাকে মাত্র দুই তিনজন অনুচরের সহিত আসিতে অনুরোধ করিয়াছিলেন। আদিল শ্ৰী ইসলাম শাহের অনুরোধ উপেক্ষা করিয়া বহু সৈন্য সামন্ত লইয়া রাজদর্শনে আসিয়াছিলেন, সেইজন্যই (৪৭) তারিখ-ই-ফেরেশত, পারস্য মূল, মওল কিশোর প্রেস, লঙ্কে, পৃঃ ২২৯ । (sv) Dorn's History of the Afghans, pt. I, p. 144. (৪৯) Ibid, মন্তখব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, পৃ: ৪৮৫ । (to) Dorn's History of the Afghans, pt. I, p. 146. (es) Ibid., pp. 146-47. (**) Ibid, p. 148. (ee) Ibid. pp. 149-50.