পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ ২৭১ সরাই নিৰ্ম্মিত হইয়াছিল। ইসলামৃ শাহের আদেশে, প্রতি সরাইএ সংবাদ বহনের জন্য দুইজন অশ্বারোতী ও কতকগুলি পদাতিক নিযুক্ত হইয়াছিল। প্রতি সরাইএ দরিদ্র পথিকদিগকে ভিক্ষণ প্রদানের ব্যবস্থা হইয়াছিল । ইসলামত শাহের আদেশে সেনাদলে এক একজন আফগান ও একজন হিন্দু মুন্সফ নিযুক্ত হইয়াছিলেন ২ । ইসলাম শাহের রাজ্যকালে বিহার নগরে হাজী ইস্হাকের পুত্র নারান শহীদ ৯৬০ হিজরার রজব মাসের একাদশ দিবসে (২৩শে জানুয়ারী, ১৫৫৩ খৃষ্টাবো ) একটি গৃহ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন।৩। র্তাহার আদেশে ৯৫৬ হিজরায় (১৫৪৯ খৃষ্টাব্দে ) শেখ আলাই নামক একজন মুসলমান সাধু আগ্রায় কশাঘাতে নিহত হইয়াছিলেন । ইসলাম শাহের মৃত্যুর পরে তাহার দ্বাদশবৰ্ষীয় পুত্র ফিরোজ শাহ সিংহাসনে স্থাপিত হইয়াছিলেন" । ইসলাম শাহের বহু রঙ্গত ও তাম্রমুদ্র আবিষ্কৃত হইয়াছে। রজতমুদ্রাগুলি আগ্রা", বয়ানা , চুণার’, গোয়ালিয়র’, কাল্পী”, নাৰ্ণোল’, সপ্তগ্রাম-২, বকর ও দিল্লী হইতে মুদ্রিত হইয়াছিল এবং তাম্রমুদ্রাগুলি আলোর , কাল্পী", মালোট”, নাৰ্ণোল৮৮ ও কনৌজ৮৯ হইতে মুদ্রিত হইয়াছিল। ইসলাম শাহ আট বৎসর নয় মাস** ও মতান্তরে নয় বৎসর কাল রাজ্য ভোগ করিয়াছিলেন । (as) Elliot's History of India, Vol. IV, pp. 479-80. (ae) Epigraphia Indica, Vol. II, p. 292. (৭৪) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৫০৯ ; Elliot's History of India, Vol. IV, pp. 501-3. (৭৫) মন্ত খৰ-উৎ-তওয়ারিখ , ইংরাজি অম্বুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৫৩৫ । (as) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. I, p. 110, Nos. 780-82. (aa) Ibid, Nos. 782-83. (av) Ibid, p. 111, Nos. 784-85. (ns) Ibid, pp. 111-12, Nos.786-92. (vo) Ibid, p. 112, Nos.794-94a. (vs) Ibid, Nos.795. (vs) Ibid, pp. 112-13, Nos. 796-97, (we) Ibid, p. 113, Nos. 796-99a. (vs) Ibid, Nos. 800. (vs) Ibid, p. 116, Nos.815. (rs). Ibid, Nos. 816. (~~) 1ыa, No 817-19. (w) Ibid, Nos. 820. - (ν») Ibid, pр, 117-18, Nos, 825-30. (...) Elliot's History of India, vol. iv, p. 303, Note 3.