পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९b९ यांक्रांलांद्र हैडिशांन ছিলঙত। ব্লখম্যোনের মতানুসারে তিন বৎসর রাজ্যভোগের পরে ৯৭১ হিজরায় (১৫৬৩ খৃষ্টাব্দে ) গৌড়ে জলাল শাহের মৃত্যু হইয়াছিল•• । গৌড়ে শাহ নিয়ামৎ উল্লাহের আস্তানায় একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, তদনুসারে ৯৭০ হিজরায় জিলহিজ মাসের প্রথমে (২২শে জুলাই ১৫৬৩ খৃষ্টাব্দে ) খ্ৰী জহান একটি তোরণ নিৰ্ম্মাণ করিয়াছিলেনওs । বগুড়ায় শেরপুর মুৰ্চ্চায় আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, মহম্মদ শাহ গাজীর পুত্র গিয়াস-উদ্দীন জলাল শাহের রাজ্যকালে ১৬০ হিজরায় (?) একটি জামী মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । গিয়াস-উদ্দীন জলাল শাহের বহু রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে, কিন্তু এইগুলিতে টাকশালের নাম নাই" । রিয়াজ-উস সালাতন অনুসারে, গিয়াস-উদ্দীন জলাল শাহের মৃত্যুর পরে তাহার পুত্র গৌড় সিংহাসন লাভ করিয়াছিলেন। গোলাম হোসেন জলাল শাহের পুত্রের নাম লিপিবদ্ধ করেন নাই। র্তাহার মতানুসারে, জলাল শাহের মৃত্যুর সাত মাস নয় দিন পরে গিয়াসূ-উদ্দীন নামক এক ব্যক্তি জলাল শাহের পুত্রকে হত্যা করিয়া গৌড়রাজ্য অধিকার করিয়াছিল। এই গিয়াস-উদ্দীন এক বৎসর একাদশ দিবস গোঁড়রাজ্য ভোগ করিয়াছিলেন ৩৮ ৷ ইহার পরে, সোলেমান কররাণীর ভ্রাতা তাজ খা কররাণী গিয়াস-উদ্দীনকে হত্যা করিয়া গৌড়রাজ্য অধিকার করিয়াছিলেন । কেহ কেহ বলেন যে, গোয়ালিয়রে মহম্মদ শাহ আদিলের সভা হইতে পলায়ন করিয়া তাজ খী কররাণী খাওয়াসপুর তদায় আসিয়াছিলেন, এই স্থানে ইমাদ, সোলেমান ও ইলিয়াস কররাণী নামক তাজ খাঁর ভ্রাতৃত্ৰয় ইক্তাদার ছিলেন। মহম্মদ শাহ আদিল কররাণীগণকে পুনৰ্ব্বার গঙ্গাতীরে (৩৩) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১৪১। (es) Journal of the Asiatic Society of Bengal Old Series, Vol. XLIV, 1875, pt. I, p. 302. (•*) Epigraghia India, Vol. II, p, 286, (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV. 1875, pt. I, p. 299. (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, (*. p. 181, Nos. 234-35. o রিয়াজ-উস-সালাউীন, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১৫• ।