পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्वोंझच श्रद्वेिष्पितः। Հեd প্রেরিত হইয়াছিলেন। তিনি রোহতাস ত্বর্গে উপস্থিত হইলে, আফগানগণ তাহাকে বন্দী করিয়া আলীকুলী ধার নিকট প্রেরণ করিয়াছিল। হাজী মহম্মদ খণর সাহায্যে আলীকুলী খণ, আকবরের সহিত সন্ধিস্থাপন করিয়াছিলেন । এই সময়ে হসন, খশ খজাঞ্চি ও মহাপাত্র দূতস্বরূপ উড়িয়ায় প্রেরিত হইয়াছিলেন । আফগানগণ বহুদিন যাবৎ উড়িষ্যা অধিকার করিবার চেষ্টা করিতেছিল, কারণ বাঙ্গালাদেশ হইতে কেহ উড়িষ্ঠায় পলায়ন করিলে তাহাকে আর ধরিতে পারা যাইত না । ইব্রাহিম খণ সূর দিল্লী হইতে পরাজিত হইয়া বাঙ্গালাদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তিনি সোলেমান খণর ভয়ে উড়িষ্যায় পলায়ন করিলে উড়িষ্যার রাজা তাহাকে আশ্রয় প্রদান করিয়া তাহার ভরণপোষণের নিমিত ভূসম্পত্তি প্রদান করিয়াছিলেন। সোলেমান, বহু চেষ্টা করিয়াও ইব্রাহিম খণ সুরকে হস্তগত করিতে পারেন নাই" । আকবর উড়িষ্যারাজকে অনুরোধ করিয়া পঠাইয়াছিলেন যে, সোলেমান যেন আলীকুলী খণ খণ জমানকে সাহায্য করিতে না পারেন। আকবর বাদশাহের বোধহয় অভিসন্ধি ছিল যে, সোলেমান খ" কররাণী, খ" জমানের সহিত যোগদান করিলে তাহার অনুরোধে উড়িষ্যারাজ গৌড়রাজ্য আক্রমণ করিবেন। এই সময়ে হরিচন্দন মুকুন্দদেব উড়িষ্যার অধিপতি ছিলেন। মুকুন্দদেব হসন, খর্ণ খজাঞ্চিকে চারিমাস কাল উড়িষ্ঠায় রাখিয়া কতকগুলি হস্তী ও মহার্ঘ্য উপঢৌকনের সহিত রায় পরমানন্দকে আকবরের দরবারে প্রেরণ করিয়াছিলেন। জৌনপুরের নিকট নগরচীনে রায় পরম মন্দ আকবরের সাক্ষাৎ লাভ করিয়াছিলেন । ফতে খ" বটুনী, রোহতাস্ তুর্গ অধিকার করিয়া সোলেমান খ" কররাণীর অধীনতা স্বীকার করেন নাই । এইজন্য ৯৭২ হিজরায় (১৫৬৪খৃষ্টাব্দে) সোলেমান খ" রোহতাস দুর্গ আক্রমণ করিয়াছিলেন । ফতে খ" এই সময়ে সাহায্য প্রার্থনা করিয়া তাহার ভ্রাতা হসন থাকে আকবরের নিকট প্রেরণ করিয়াছিলেন। আকবরের আদেশে কুলীজ খশ রোহতাসে গমন করিয়াছিলেন এবং তাহার আগমন সংবাদ প্রবণ করিয়া সোলেমান খণ কররাণী রোহতাস হইতে প্রত্যাবর্তন করিয়াছিলেন । (*४) चांकूवब्र-नाथ, रेरबांचि जबूरान, विडौब डॉन,१ः ७४०-४० ।। (૪૨) , ': *} | (*४ जाक बब-बाबा, श्रजाथि चबूषण, विडीब छात्र, *ः *** ।