পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏեՆ বাঙ্গালার ইতিহাস ফতে খণ, আকবর জৌনপুরে আসিলে রোহতাস দ্বর্গ সমর্পণ করিতে স্বীকার করিয়াছিলেন, কিন্তু তিনি অঙ্গীকার রক্ষা না করায় কুলীজ খণপ্রত্যাবর্তন করিয়াছিলেন° • । ৯৭৫ হিজরায় (১৫৬৭ খৃষ্টাব্দে) আকবর চিতোর অবরোধ করিয়াছিলেন44, এই সময়ে সোলেমান খণ কররাণী, খান-থানান মুনিম্ খণর সহিত সাক্ষাং করিয়া বাদশাহের অধীনতা স্বীকার করিয়াছিলেন । আলীকুলী খণ, ধ। জমান পরাজিত হইলে তাহার সেনাপতি আসদ-উল্লাহ খা, সোলেমান খকররাণীর আশ্রয় ভিক্ষা করিয়াছিলেন এবং জমানীয়া নগর তাহার হস্তে সমর্পণ করিতে চাহিয়াছিলেন । এই সংবাদ শ্রবণ করিয়া খান-থানান দূত প্রেরণ করিয়া আসদ-উল্লাহ খাকে বশীভূত করিয়াছিলেন এবং সোলেমান কর্তৃক প্রেরিত আফগান সেনা ব্যর্থমনোরথ হইয়া প্রত্যাবর্তন করিয়াছিল ৭ । সোলেমানের সেনাপতি লোদী খ* খান-খানানের সহিত সন্ধিস্থাপন করিয়াছিলেন। ইহার পরে পাটনার নিকটে সোলেমান খী কররাণী, খানখানান মুনিম খণর সহিত সাক্ষাৎ করিয়া আকবর বাদশাহের নামে খোংবা পাঠ করাইতে ও মুদ্র মুদ্রাঙ্কন করাইতে অঙ্গীকার করিয়াছিলেন। সোলেমানের প্রধানগণ মুনিম খাকে বন্দী করিতে পরামর্শ দিয়াছিলেন, কিন্তু লোদী খণর পরামর্শে মুনিম্ খণর অঙ্গে হস্তক্ষেপ করা হয় নাই। মুনিম, খ" । অতি অল্পসংখ্যক অনুচর লইয়া আফগান শিবির পরিত্যাগ করিয়াছিলেন। ইহাঁর পরে সোলেমানের পুত্র বায়াজিদ ও লোদী খণ, খান-খানান মুনিম্ খণর সহিত সাক্ষাৎ করিয়াছিলেন এবং মুনিম খণ জৌনপুরে ও সোলেমান গৌড়ে ফিরিয়া গিয়াছিলেন ৮ । মোঙ্গোল আক্রমণের ভয় দূরীভূত হইলে সোলেমান খণ কররাণী নিশ্চিন্ত মনে উড়িষ্যা আক্রমণ করিয়াছিলেন। স্ত্রীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয়ের মতানুসারে, ১৫৬৮ খৃষ্টাকে উড়িয়া বিজিত হইয়াছিল**। রিয়াজ-উস্ (es) أهلاده يدع به ,في . (**) Elliot's History of India, Vol. V, pp. 324-23. (৫৬) আকবর-নাম, ইংরাজি অনুবাদ, দ্বিতীয় ভাগ, পৃ: ৪৭৭। (eo) (৫৮) জাক বর-নাম, ইংরাজি অনুবাদ, দ্বিতীয় ভাগ, পূঃ ৪৭৯ । , (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. IXIX, 1900, pt. I, p. 189.