পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sbly वांक्रांव्णांव्र हैष्ठिझांन (১৫৭২-৭৩) খৃষ্টাব্দে ) সোলেমান ধণ কররাণীর মৃত্যু হইয়াছিল। ১৭৪ হিজরায় পুরাতন মালদহে সোলেমান কররাণীর রাজাকালে সোণ মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । সুবর্ণগ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, ১৭৬ হিজরায় জিলকাদা মাসে (এপ্রেল ১৫৬৯ খৃষ্টাব্দে ) হজরং আলী মিয়া সোলেমানের রাজ্যকালে আমীর খণ ফকীর মিয়ার পুত্র, মালিক আদ-উল্লাহ মিয়া একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। এই শিলালিপিখানি সুবর্ণগ্রামে রিকারী বাজারে একটি পুরাতন মসজিদে আবিষ্কৃত হইয়াছিল।১৮ । বিহার নগরে শরফত-উদ্দীনের দরগাহে একখানি শিলালিপি রক্ষিত আছে , তদনুসারে ৯৭৭ হিজরায় সোলেমান কর্তৃক উক্ত তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল•• । সোলেমান খণ কররাণীর নামাঙ্কিত কোনও মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । সোলেমানের মৃত্যুর পরে তাহার জ্যেষ্ঠ পুত্র বায়াজিদ গৌড়-সিংহাসন লাভ করিয়াছিলেন । তারিখ-ই-দাউনী অনুসারে, সোলেমান যেরূপ ব্যবহারে আফগান প্রধানগণকে সন্তুষ্ট রাখিতেন, বায়াজিদ তাহাদিগের সহিত সেরূপ ব্যবহার করিতেন না এবং তিনি সোলেমানের রাজ্যকালের প্রধানগণকে পদচ্যুত করিবার চেষ্টা করিয়াছিলেন । এইজন্য কলহপ্রিয় আফগান প্রধানগণ র্তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করিয়াছিলেন । ফলে বায়াজিদ স্থাসু নামক একজন আফগান আমীর কর্তৃক নিহত হইয়াছিলেন" । তারিখ-ই-দাউদী৭৩, মস্তখেব-উৎ-তওয়ারিখঃ , মখজন-ই-আফগনী" ও রিয়াজ-উস-সালাতীন" অনুসারে, হাসু বায়াজিদের খুল্লতাত পুত্র ও ভগিনীপতি। মখজন-ই-আফাগনী অনুসারে, হাসু সোলেমান কররাণীর (**) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 44. (w) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV, 1875, pt. I, p. 303. (**) Ibid., p. 304. (৭) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি স্বরবাদ, পৃঃ ১৫৩। (**) Elliot's History of India, Vol. IV, pp. 509-10, (*A) Ibid, p. 510. (se) Ibid. ? (१s) बख्.शब.-७९-उ७ब्राब्रिथ. रेरबांचि चइबाग, दिउँौद्र छात्र, १ः ४११ ।। (**) Dorn's History of the Afghans, pt. I, p. 182. (१७) ब्रिव्राज.-७ण-नानाडीन. रेरब्राजि थइवान, १ः २१७ ।।