পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ বাঙ্গণলার ইতিহাস কুল অবলম্বন করিয়া দশদিন গমন করিবার পরে, বিংশতিটি খিলান যুক্ত একটি প্রাচীন পাষাণ নিৰ্ম্মিত সেতু দেখিতে পাইয়াছিলেন।৩২ । মুসলমান সেনা সেই সেতু অবলম্বন করিয়া নদী পার হইলে বখতিয়ার একজন তুর্কী ও একজন খিলজি আমীরকে সেতু রক্ষার্থ নিযুক্ত করিলেন। বখতিয়ার তিব্বত আক্রমণ করিবেন শুনিয়া কামরূপরাজ দূতমুখে জ্ঞাপন করিলেন যে, সে সময় তিব্বত আক্রমণ করিবার প্রশস্ত সময় নহে। আগামী বৎসরে তিনি, স্বয়ং, সমস্ত সেনা লইয়া বখতিয়ারের সহিত তিব্বত আক্রমণে যোগদান করিবেন। বখতিয়ার কামরূপরাজের উপদেশ গ্রহণ না করিয়া তিব্বতের পথ অবলম্বন করিলেন এবং সেতু পার হইবার পরে, পঞ্চদশ দিবস পাৰ্ব্বত্যপথে চলিয়া ষোড়শ দিবসে একটি উপত্যকায় উপস্থিত হইলেন । এইস্থানে একটি সুদৃঢ় দুর্গ ছিল, মুসলমানগণ চতুর্দিকস্থ ভূভাগ লুণ্ঠনে প্রবৃত্ত হইলে দুর্গের ও অন্যান্য স্থানের সেনাগণ তাহাদিগকে আক্রমণ করিল। সেই যুদ্ধে যে সমস্ত শক্রসেনা বন্দী হইয়াছিল, মুসলমানগণ তাহাদের নিকট হইতে জানিতে পারিলেন যে সেই সকল স্থান হইতে পাচ ফরসঙ্গ (প্রায় পঞ্চবিংশ ক্রোশ ) দূরে করমপত্তন বা করারপত্তন নামে একটি নগর আছে । সেই স্থানে পঞ্চাশৎ সহস্ৰ তুরুষ্ক অশ্বারোহী আছে । ইহা শুনিয়া, বখতিয়ার আর অগ্রসর হইতে ভরসা করিলেন নাওত । এই নগরের অবস্থান অদ্যাবধি নির্ণীত হয় নাই। ফেরেশতা অনুসারে ইহার নাম কয়ম্সিন" । মুসলমান সেনার প্রত্যাবর্তনের পথে অশ্ব বা মনুষ্ঠের খাদ্য মিলিল না ; কারণ শত্রুপক্ষ সেই স্থানের অধিবাসিগণকে স্থানান্তরিত করিয়া শয্যাদি নষ্ট করিয়া দিয়াছিল। মুসলমান সেন, নিজ অশ্বগুলি, আহার করিতে করিতে কামরূপে ফিরিয়া আসিল । সে নগরে তুরুষ্ক অশ্বারোহী সেনার ভয়ে বখতিয়ার সসৈন্য পলায়ন করিয়াছিলেন। সেই নগরে বহু ব্রাহ্মণ ও নূনীদিগের (ী) বাস ছিল এবং সেই স্থানে প্রতিদিন সাৰ্দ্ধ সহস্র অশ্ব বিক্রীত হইত। লক্ষ্মণাবতীতে যে সমস্ত তঙ্গহন (টঙ্গন বা টাঙ্গন টাটু) অশ্ব আসে তাহা এই স্থান হইতে যায়৩৫। রিয়াজ-উস্-সালাতীন অনুবাদক মৌলবী আব্দ-উস্-সলাম বলেন যে, দিনাজপুরের বিংশতি ক্রোশ ♚ (७२) उदकां९-३-नाजिज्ञैौ, ३५ब्रांजौ श्रब्रूयांग, १: १७२ ।। (৩৩) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৬১-৫৬৮। (es) তারিখ-ই-ফেরেশতা, পৃঃ ২৯৪ । {०*) उवका९-३-नानिद्रौ, हेरब्रांबी अबूबांग, शृः १०१ ।।