পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ צס হইয়াছিল। জাজ নগর (উড়িয়া), বঙ্গ (পূৰ্ব্ববঙ্গ, অর্থাৎ বিক্রমপুর বা সুবর্ণগ্রাম ), কামরূপ এবং তিরহুতের ( তীরভূক্তি বা মিথিলার ) রাজগণ তাহাকে কর প্রদান করিতেন” । তাহার রাজ্যচ্যুতির অব্যবহিত পূৰ্ব্বে গিয়াস্-উদ্দীন কামরূপ ও বঙ্গ আক্রমণ করিয়াছিলেন। মিনহাজ-উস্-সিরাজ বলেন যে, তিনি প্রিয়দর্শন ও দয়ালু ছিলেন এবং বহু মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। তিনি উলেম, ফকীর ও সৈয়দৃদিগকে বৃত্তি দান করিয়াছিলেন । তাহার দানশীলতার কথা চতুর্দিকে ব্যাপ্ত হইয়াছিল এবং বহুদূর হইতে মুসলমানগণ অর্থলাভের আশায় তাহার নিকটে আসিতেন। সুলতান গিয়াসূ-উদ্দীন ইউয়জের মৃত্যুর পরে লক্ষ্মণাবতী প্রকৃত প্রস্তাবে দিল্লীর সম্রাটের শাসনাধীন হইয়াছিল । সুলতান গিয়াস্-উদ্দীন ৬১৭ হিজরা অর্থাৎ ১২২০ খৃষ্টাব্দের পূৰ্ব্বে বোগদাদের আব্বাসী খলিফা অন্নাসিরোলেদীন ইল্লাহের নিকট হইতে রাজপদবী স্বীকারসূচক পত্র পাইয়াছিলেন । গিয়াস্উদ্দীনের দুই প্রকার রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে, প্রথম প্রকারের মুদ্রায় খলিফার নাম আছে৭২ । কিন্তু দ্বিতীয় প্রকারের মুদ্রায় খলিফার নাম নাই ও । এই সকল মুদ্রায় টাকশালের নাম নাই। হিজরার ৬১৬ ( ১২১৯ খৃষ্টাব্দে ), ৬১৭ ( ১২২০ ), ৬২০ ( ১২২৩ ) - ও ৬২১* অব্দে ( ১২২৪ ), গিয়াসূ-উদ্দীনের নামে মুদ্রিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। র্তাহার শাসনকালের কোন শিলালিপি অথবা ইমারং আবিষ্কৃত হয় নাই। তবকাৎ-ই-নাসির অনুসারে সুলতান গিয়াসউদ্দীন ইউয়জ বস্কোট বা বসনকোট নামক একটি দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিলেন , কিন্তু ইহার ধ্বংসাবশেষ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই বা ইহার অবস্থান নির্ণীত হয় নাই । (৭০) তবকৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৮৭-৮৮ ৷ (*>) Thomas, The Initial coimage of Bengal. pt. II, p. 21. (*) Ibid, pp 19-21. (ne) Ibid. pp. 16-19. (18) Ibid, pp. 16-21. (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II p. 145. No. 3. (৭৬) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৮৩।