পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ლ)ყ বাঙ্গালার ইতিহাস সৈফ-উদ্দীন, ইবক যুগানততের মৃত্যুর পরে মালিক ইক্ষুদ্দীন, তোগ্রল তোগান, খ লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন । সৈফ -উদ্দীন ইবক যখন জীবিত ছিলেন তখন তোগ্রল তোগান, খ বিহার বা মগধের শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন। সুলতান শমস্-উদ্দীন, অলতমশের মৃত্যুর পরে লখনেীতী-লখ নোরের অধিকারী ইবক বা আওর র্থ নামক জনৈক তুর্কীর সহিত বসনকোট নামক দুর্গের অধিকার লইয়। তোগান খাঁর বিবাদ হইয়াছিল । লক্ষ্মণাবতী নগরের সীমামধ্যে আওর খার সহিত তোগ্রল তোগান খার যুদ্ধ হইয়াছিল, এবং সেই যুদ্ধে আওর খী নিহত হইয়াছিল । ইহার পরে পশ্চিমে, রাঢ়দেশে লখনোর পর্যন্ত এবং পূৰ্ব্বে বরেন্দ্রদেশে বসন কোট পৰ্য্যস্ত লক্ষ্মণাবতী প্রদেশ তোগ্রল তোগান থার অধিকারে আসিয়াছিল। অলতমশের পুত্র রুকন-উদ্দীন, ফিরোজ শাহের মৃত্যুর পরে অলতমশের কন্যা সুলতানা রজিয়া দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, এই সংবাদ পাইয়া তোগ্রল তোগান খী কয়েকজন প্রধান ব্যক্তিকে দিল্লীতে প্রেরণ করিয়াছিলেন । সুলতানা রজিয়া তাহাকে একটি চন্দ্ৰাতপ ও কয়েকটি ধ্বজ প্রেরণ করিয়াছিলেন । সুলতানা রজিয়ার নামে অঙ্কিত মুদ্রায় সৰ্ব্বপ্রথমে লখনেীতী টাকশালের নাম দেখিতে পাওয়া যায়, এই মুদ্রা ৬৩৫ হিজরায় (১২৩৭ খৃষ্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল২° । সুলতানা রজিয়ার সিংহাসনচ্যুতির পরে তাহার কনিষ্ঠ ভ্রাতা মুঈজ-উদ্দীন, বহরাম শাহংে ও তৎপরে তাহার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দীন মসৃদ শাহংে দিল্লীর সিংহাসন লাভ করিয়াছিলেন । এই সময়ে আর্য্যাবর্ভে মুসলমান রাজশক্তি অত্যন্ত দুৰ্ব্বল হইয়া পড়িয়াছিল। অবসর বুঝিয়া তোগ্রল তোগান, খার মন্ত্রী সিরিয়াবাসী বহা-উদ্দীন, হিলাল র্তাহাকে আউধ, কড়া ও মাণিকপুর অধিকার করিতে পরামর্শ দিয়াছিলেন ২৮ । ৬৪০ হিজরায়, ( ১২৪২ খৃষ্টাব্দে ) তবকাংই-নাসিরী প্রণেতা মৌলানা মিনহাজ-উস্-সিরাজ , আউধে তোগ্রল তোগান, (২৪) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭৩৭। (**) Initial Coinage of Bengal, pt. II, p. 32, No. 14; Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. L. 1881, pt. I, pp. 66-67. (২৬) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৬৪৭-৪৯ । (oo) à, وj: لانيس-هننیه | (૨૪) 3, નૃ: ૧૭૧ Ö