পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रृणैश्च श्रद्विटष्क्तः 8? ও বরেন্দ্রী আক্রমণ করিয়াছিলেন । গঙ্গবংশীয় রাজগণ খৃষ্টীয় এয়োদশ শতাব্দীর প্রথমার্কে অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছিলেন । প্রথম নরসিংহ দেবের পিতা দ্বিতীয় অনঙ্গভীমদেবের রাজ্যকালে মুসলমান সেন, সম্ভবতঃ সুলতান গিয়াস-উদ্দীন ইউয়জের অধীনে জাজনগর আক্রমণ করিয়া পরাজিত হইয়াছিল । চাটেশ্বরে আবিষ্কৃত অনঙ্গভীমদেবের শিলালিপিতে কথিত আছে ষে, অনঙ্গভীমদেবের মন্ত্ৰী বিষ্ণু বিন্ধ্যপৰ্ব্বতের পাদমূলে ভীমাতটে তুম্মাণ পৃথ্বীপতিকে পরাজিত করিয়াছিলেন এবং যবনসমরে অস্ত্রসঞ্চালন করিয়া অসংখ্য শক্ৰসেন বিনাশ করিয়াছিলেনও । তবকৎ-ই-নাসির অনুসারে জাজনগরের সেনাপতির নাম “সাবম্ভর”৩৮, ইহা সংস্কৃত “সামন্তরাজ” এবং উড়িয়া অপভ্রংশ “সাম্রা” শব্দের পারসিক অক্ষরে লিখিত আকার ৩৯ । তবকাৎ-ই-নাসিরী অনুসারে এই “সাবান্তর” জাজনগররাজের জামাতা ছিলেন । চাটেশ্বরের শিলালিপিতে রাজমন্ত্ৰী বিষ্ণুর প্রশংসাসূচক শ্লোকাবলী দেখিয়া শ্ৰীযুক্ত নগেন্দ্র নাথ বসু অনুমান করেন যে, তবকৎ-ই-নাসিরীর “সাবম্ভর” ও জাজনগরের রাজমন্ত্ৰী বিষ্ণু ভিন্ন ব্যক্তি। কিন্তু কলিঙ্গের গঙ্গবংশীয় রাজগণ ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কস্তার সহিত ব্রাহ্মণের বিবাহ সম্ভব নহে। এইজন্য বসুজ মহাশয়কে অনুমান করিতে হইয়াছে যে, রাঢ় ও বরেন্দ্রে অভিযানের সময়ে অনঙ্গভীমদেবের পুত্র (৩৭) বিষ্ক্যাক্সেরধিসীমতীমতটীকুঙ্গে তটেইম্ভেণিধেব্বিঞ্চুৰ্ব্বিৰুরসাৰসাৰিতি ভয়াচ্চৈদিশঃ পশ্বত: । সাম্রাজ্যং সপরিশ্রমেণ ন তথা বৈখানসানমিদং ৰিখং বিষ্ণুময়ং বধ পরিণতং তুম্মাণপৃথ্বীপতেঃ। কণ্ঠোগুংসিতসায়কস্ত স্বভটানেকাকিনো নিয়তঃ কিং ক্ৰমে ৰবলাবনীন্থসমরে তত্তস্ত বীরত্ৰতং । যকালোকনকৌতুকৰ্যসমিনাং বোমাঙ্গনেণাকিনা মন্বপ্নেরনিমেষৰূক্তিভিরভূম্বেত্রৈমান্বংসৰ –শ্লোক ১৪-১৫ । ৰঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা, ষোড়শ ভাগ, পৃ: ১৩৫-৩৬ । (-) sasis-e-afrn, Raff arm, j: se. (৩৯) বন্ধীয় সাহিত্য পরিষদ পত্রিকা, ষোড়শ ভাগ, পৃ: ১৩২ ৷ (a०) ठबकां९-३-नानिी, रेरब्राजि अइवांन, श्रृं: १७७ ।। (ss) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. LXV, 1896, pt. I., p. 234.