পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ 83 সেনার স্বৰ্দ্দশার অবধি ছিল না। পরস্পরের সহিত পরামর্শ করিয়া মুসলমান সেনানায়কগণ লক্ষ্মণাবতীতে প্রত্যাবত্তন করা শ্ৰেয়ঃ বিবেচনা করিলেন, কারণ কামরূপে অবস্থান করিলে অনশনে প্রাণত্যাগ ব্যতীত অপর কোন উপায় ছিল না। প্রত্যাবত্তানের পথ জলমগ্ন হইয়াছিল এবং কামরূপের হিন্দুসেন কর্তৃক অধিকৃত ছিল । কয়েক দিনের পথ অগ্রসর হইয় তাহারা সম্মুখে ও পশ্চাতে হিন্দুসেন কর্তৃক আক্রান্ত হইল। পর্বতমালার মধ্যে একটি সঙ্কীর্ণ স্থানে যুদ্ধ হইয়াছিল, এই যুদ্ধে যুঁজ বক্‌ শরাঘাতে আহত হইয়া বন্দী হইয়াছিলেন। কথিত আছে যে, যুজ বক্ কামরূপরাজের নিকট নীত হইলে তিনি কামরূপরাজের নিকট পুত্র দর্শনের প্রার্থনা জ্ঞাপন করিয়াছিলেন এবং পুত্র আনীত হইলে, সুলতান মুগাসূ-উদ্দীন যুজ বক, পুত্রের মুখের উপরে মুখ রাখিয়া দেহত্যাগ করিয়াছিলেন । যুজ বকৃ স্বাধীনতা অবলম্বন করিয়াও প্রথমে বাঙ্গালার মুদ্রায় সম্রাটের নামের সহিত নিজনাম উৎকীর্ণ করাইয়াছিলেন% । ইহার পরে কেবল তাহার নামই বাঙ্গালার মুদ্রায় দেখিতে পাওয়া যায় ৬৬ য়ুজ বক্‌ বাঙ্গালার মুসলমান রাজ্য দক্ষিণে নবদ্বীপ ও উত্তরে বর্ধনকোট পৰ্য্যন্ত বিস্তার করিয়াছিলেন এবং এই বিজয়কাহিনী স্মরণার্থ, বিজিত স্থানদ্বয়ের নাম সম্বলিত নূতন মুদ্রামুদ্রাঙ্কন করাইয়াছিলেন"। ৬৪৭ হিজরায় (১২৪১ খৃষ্টাব্দে) যুজ বকের শাসনকালে উৎকীর্ণ একখানি আরবী শিলালিপি গৌড়ের নিকট পিছলি গঙ্গারামপুরে আবিষ্কৃত হইয়াছে। ইহার সম্পূর্ণ পাঠোদ্ধার হয় নাই, তবে ইহাতে সুলতান শমস উদ্দীন অলতমশ, সুলতান নাসির-উদ্দীন মহমুদ শাহ, ও মসৃদ শাহ জানীর নাম এবং ৬৪৭ হিজরার তারিখ দেখিতে পাওয়া যায়” । য়ুজ বক নিহত হইলে ৬৫৬ হিজরায় (১২৫৮ খৃষ্টাব্দে ) জলাল-উদ্দীন মসৃদ জানী লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন । ৬৫৬ হিজরায় (১২৫৭ (७8) उवकाँ९-हे-नानिशैौ, रेरब्राजि अमृगान, *ः १७०-७७ ।। (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. I, p. 33. No. 140. (es) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. L, 1881, pt. I, p. 61: No. 11-12. (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II. p. 146. No. 6. (w) Cunningham, Reports of the Archæological Survey of India, Vol. XV, p. 45, pt. XXl. (७०) छषक९-रे-मानिईौ, रेब्रॉथि चञ्चबांग, १३ १४९ ।।