পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b. বাক্ষালার ইতিহাস খৃষ্টাব্দে) লক্ষ্মণাবতীতে মুদ্রাঙ্কিত সুলতান নাসির-উদ্দীন মহমুদ শাহের রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে'। সুতরাং যুজতবকের মৃত্যুর পরে এবং জলাল-উদ্দীন মমূদ জানীর পূৰ্ব্বে সম্রাটু নাসির-উদ্দীন মহমুদের অধীন লক্ষ্মণাবতীর আর একজন শাসনকৰ্ত্তীর্ণ নিযুক্ত হইয়াছিলেন এবং তিনিই ৬৫৫ হিজরায় সম্রাটের নামে লক্ষ্মণাবতীতে মুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন। জলাল-উদ্দীন মসৃদ জানী একবৎসরের অধিক লক্ষ্মণাবতী শাসন করেন নাই । ৬৫৭ হিজরায় লক্ষ্মণাবতী হইতে দুইটি হস্তী ও কিঞ্চিং ধন দিল্লীতে প্রেরিত হইয়াছিল৭১ । ৬৫৭ হিজরার পূবে জলাল-উদ্দীন মসুদ জানী পদচ্যুত হইয়াছিলেন। কারণ উক্তবর্ষে মালিক তাজ-উদ্দীন আর্সলান্‌ খৰ্ণ যখন লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেন তখন ইজ্জ্বদীন বলবন য়ুজ বকী লক্ষ্মণাবতীর শাসনকৰ্ত্তণ’ং । ৬৫৭ হিজরায় (১২৫৮ খৃষ্টাব্দে) তাজ-উদ্দীন আর্সলান শী কড়ার শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন। উক্তবর্ষে আর্সেলান খ7 মালব ও কালঞ্জর আক্রমণ করিবার ছলে লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেন। সেই সময়ে ইজ্জ্বদীন বলবন লক্ষ্মণাবর্তী নগর অরক্ষিত রাখিয়া পূৰ্ব্ববঙ্গ আক্রমণ করিয়াছিলেন। আর্সলান খণ লক্ষ্মণাবতী আক্রমণ করিলে নগরের অধিবাসিগণ তিনদিন নগররক্ষার্থ তাহার সহিত যুদ্ধ করিয়াছিল। তিনদিন পর আর্সলান, খ" নগর অধিকার করিয়া লুণ্ঠন করিয়াছিলেন। আর্সলান খ৭ লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছেন শুনিল ইজদীন বলবন ফিরিয়া আসিলেন । আর্সলান, খণর সহিত যুদ্ধে বলবন, পরাজিত ও নিহত হইয়াছিলেন ৭৩ । আর্সলানত থ" কিয়ৎকাল লক্ষ্মণাবতীর অধিকার ভোগ করিয়াছিলেন । এইস্থানে তবকাৎ-ই-নাসির শেষ হইয়াছে, মৃগীসূ-উদ্দীন তোগ্রলের পরে লক্ষ্মণাবতীর শাসনকর্তৃগণের বিবরণ তবকাৎ-ই-নাসিরীতে বিশদভাবে সঙ্কলিত (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. 1. p. 32, No. 138. (৭১) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭১৩। (৭২) à, *:: aws 嫌《4s) à, : ۹ ۹۰-ه به (৭৪) কোনও গ্রস্থানুসারে আসলান খ" ৬৫৯ হিজরী-১২৬০ খৃষ্টাঙ্গ পৰ্য্যন্ত লক্ষ্মণাবতী witna “frtfol—Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. 11, p. 130,