পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ) লিপিবদ্ধ হইয়াছে, তৎসমৃদয় স্বৰ্গীয় ডাক্তার ব্লখ কর্তৃক পঠিত হইয়াছিল। প্রত্নতত্ত্ববিভাগের কৰ্ম্মচারী বন্ধুবর মৌলবী আবুল মহম্মদ জমাল-উদ্দীন কলিকাতার চিত্রশালায় রক্ষিত কতকগুলি অপ্রকাশিত আরবী শিলালিপির পাঠোদ্ধার করিয়া দিয়াছেন। পরম শ্রদ্ধাস্পদ শ্ৰীযুক্ত বসত্তরঞ্জন রায় কবিরঞ্জন বিদ্বদ্বল্লভ মহাশয় গ্রন্থের দশম পরিচ্ছেদ রচনার সমস্ত উপাদান সংগ্ৰহ করিয়া দিয়াছেন । র্তাহার উপদেশ ব্যতীত চৈতন্যের জীবনী ও গৌড়ীয় সাহিত্য সম্বন্ধে গ্রন্থ রচনা আমার পক্ষে অসম্ভব ছিল । বিদ্বদ্বল্লভ মহাশয় অসুস্থ অবস্থায় গ্রন্থের সমস্ত পাণ্ডুলিপি পাঠ করিয়া সংশোধন করিয়াছেন। পরম কল্যাণ ভাজন অধ্যাপক শ্রীমান কালিদাস নাগ, এমৃ-এ, শ্ৰীমান ননীগোপাল মজুমদার পাণ্ডুলিপির প্রথমাংশ পাঠ ও সংশোধন করিয়াছেন ।

" } গ্রীরাখালদাস বন্দ্যোপাধ্যায়

৩১শে বৈশাখ ১৩২৪