পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूर्छौग्न नब्रिटव्हन ¢ዊ ইহ পূৰ্ব্বে প্রাপিত হইয়াছে এবং শমল-ই-সিরাজ, জাফিক রচিত তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে সুলতান ফিরোজ, শাহের জাজ নগর অভিযানের বিবরণে তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। আফিকের তারিখ-ই-ফিরোজ শাহী অনুসারে, ফিরোজ শাহ কড়ার অভিধানের দ্রবাদি রাখিয়া বিহার প্রদেশের মধ্য দিয়া, জাঙ্গ নগর অভিমুখে যাত্রা করিয়াছিলেন। আফিফের গ্রন্থ অনুসারে জাজ নগরের প্রাচীন রাজধানীর নাম বনারসী এবং জাজ নগরের তৎকালীন রাজার নাম “আদায়”, “অদায়" নামেউড়িষ্কার গঙ্গবংশের কোন রাজা নাই। ত্রযুক্ত মনোমোহন চক্ৰবৰ্ত্তীর মতানুসারে জাজ নগর অধিকার করিয়া ফিরোজ শাহ রাজা ভালুদেবের রাজ্যে উপস্থিত হইয়াছিলেন এবং এই ভালুদেব গঙ্গবংশীয় তৃতীয় নরসিংহদেবের পুত্র তৃতীত্ব ভালুদেব। বলা বাহুল্য যে, মাণিকপুর কড়া হইতে বিহারের মধ্য দিয়া বাঙ্গাল দেশ স্পর্শ না করিয়া ত্রিপুরায় যাওয়া যায় না। সুতরাং মুসলমান রচিত ঐতিহাসিক গ্রন্থ সমূহে যে জাজ নগরের উল্লেখ দেখিতে পাওয়া যায. তাহ প্রাচীন মহাকোশল ও ওড্র ( উড়িয়া, মধ্যপ্রদেশের পূৰ্ব্বভাগ) ব্যতীত অপর কোনও প্রদেশ হইতে পারে না।