পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இ8 বাক্ষালার ইতিহাস হইয়াছিলেন। কৈকোৰাদ সরষতীের হইতে দিল্লীতে প্রত্যাবর্তন করিয়াছিলেন এবং পিতার উপদেশ অনুসারে পথে দুই চারি দিন মাত্র আত্মসংযম অভ্যাস করিয়াছিলেন । ইহার পরে একটি সুন্দরী যুবতী দর্শন করিয়া কৈকোবাদ মোহিত হইয়া পড়েন এবং সুরাপানে ও ব্যভিচারে সমস্ত পথ অতিবাহিত করেনং । অস্বাভাবিক অত্যাচারের ফলে দিল্লীতে আসিয়া কৈকোবাদ অত্যন্ত পীড়িত হইয়া পড়েন এবং রাজকাৰ্য্য পরিচালনে অক্ষম হইয়া দীর্ঘকাল প্রাসাদে আবদ্ধ থাকেন । এই সময়ে পিতার উপদেশানুসারে কৈকোবাদ নিজামূ-উদ্দীনকে পদচ্যুত করিবার চেষ্টা করিয়াছিলেন এবং উহাকে স্বলতানের শাসনকর্তা নিযুক্ত করিয়াছিলেন । নিজামূ-উদ্দীন মুলতান যাত্রা করিতে বিলম্ব করায় সুলতানের অনুচরবর্গ বিষপ্রয়োগে তাহাকে হত্যা করিয়াছিল২২ । ইহার পরে সামানার ইক্তাদার মালিকৃ জলালত-উদ্দীন ফিরোজ খিলজি প্রধান সেনাপতি নিযুক্ত হইয়াছিলেন ২৩ ৷ কৈকোবাদ পক্ষাঘাত্ত রোগে আক্রান্ত হওয়ায়, তাহার শিশুপুত্র শমস্-উদ্দীন কৈউমুর্স দিল্লীর সিংহাসনে স্থাপিত হইয়াছিলেন এবং কিলোখারীর প্রাসাদ হইতে চবুতরা-ই-নাসিরী নামক প্রাচীন প্রাসাদে নীত হইয়াছিলেন । বলবনের পুরাতন ভৃত্যগণ দিল্লীর সাম্রাজ্য, তুরুষ্কবংশীয় রাজগণের শাসনাধীন রাখিবার জন্য কৈকোবাদের শিশুপুত্রের সাহায্যাৰ্থ প্রস্তুত হইয়াছিলেন। প্রধান সেনাপতি, আরজই-মমালেক্‌, জলালা-উদ্দীন ফিরোজ খিলজি ক্রমশঃ ক্ষমতাশালী হইয়া সিংহাসন অধিকার করিয়াছিলেন এবং ৬৮৯ হিজরার (১২৯০ খৃষ্টাব্দে ) সুলতান মুঈজ-উদ্দীন কৈকোবাদ ও তাহার শিশুপুত্র শমস্-উদ্দীন কৈউমুস নিহত হইয়াছিলেন২৫ । পুত্র ও পৌত্র নিহত হইলেও বাঙ্গালার সুলতান নাসিরূ-উদ্দীন মহমুদ তাহাদিগকে রক্ষা করিবার উদ্যম করিয়াছিলেন বলিয়া বোধ হয় না। বলবনের মৃত্যুর পরে লক্ষ্মণাবতীর অধিকারী বলবেন বংশীয় রাজগণের বিবরণ রিয়াজ-উস-সালাতীন ব্যতীত মুসলমান-রচিত অন্য কোন গ্রন্থে লিপিবদ্ধ (ss) Ibid, p. 132. *ss) Ibid, p. 133. (**) Ibid, p. 133. (os) Ibid, p. 134. (২৫) ibid, pp. 134–35, মন্ত খবৃ-উৎ-তওয়ারিখ, প্রথম ভাগ, পৃঃ ১৬৪ (২৬) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০ ।