পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wტ® বাঙ্গালার ইতিহাস রুকন-উদ্দীন কৈকাউস্ শাহ মহমুদের পুত্র”। প্রসিদ্ধ পারসিক কবি আমীর খস্রু বিরচিত “কিরণ-উস্-সাদাইন” নামক গ্রন্থে কৈকাউস নামক মহমুদের এক পুত্রের উল্লেখ আছে । নাসির-উদ্দীন মহমুদ লক্ষ্মণাবতীতে স্বাধীনতা অবলম্বন করিয়া নিজ নামে নূতন মুদ্র মুদ্রাঙ্কিত করাইলেও তাহা অদ্যাপি আবিষ্কৃত হয় নাই। ফেরেশতা বলেন যে, নাসির-উদ্দীন মহমুদ স্বনামে মুদ্রণ মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । রুকন উদ্দীন কৈকাউসের কতকগুলি রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে, এই সকল মুদ্রা লক্ষ্মণাবতীতে ৬৯১, ৬৯৩, ৬৯৪, ও ৬৯৫ হিজরায় (১২৯১, ১২৯৩, ১২৯৪, ও ১২৯৫ খৃষ্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল । ৬৯৭ হিজরায় মহরম মাসের প্রথম দিনে (১৯শে অক্টোবর ১২৯৭ খৃষ্টাব্দে ) সুলতান রুকন উদ্দীন কৈকাউস্ শাহের রাজাকালে গৌড়ের উত্তরে গঙ্গারামপুর নামক স্থানে মুলতানবাসী মালিক জীওন্দের কর্তৃত্বে উলুগই আজমৃ হুমায়ুন জফর থা বহ রাম ইংগীনের আদেশে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল। এই মসজিদটি বহু পূৰ্ব্বে ধ্বংসপ্রাপ্ত হইয়াছে কিন্তু ইহার শিলালিপি গঙ্গারামপুরে দেখিতে পাওয়া যায়৩৪ । উক্তবর্ষে লক্ষ্মীসরাইয়ের নিকট আর একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । ইহার শিলালিপি মাত্র আবিষ্কৃত হইয়াছে, তাহা হইতে অবগত হওয়া যায় যে, উক্তবর্ষে ইখতিয়ার উদ্দীন ফিরোজ ইংগীন বিহারে বা মগধে রুকন উদ্দীন কৈকাউসের রাজ্যকালে শাসনকৰ্ত্তা ছিলেন ৩৫ । রুকন-উদ্দীন কৈকাউসের রাজাকালের শেষভাগে গঙ্গারামপুরের মসজিদ নিৰ্ম্মাতা উলুগ-ইআজম্‌ জফর খ। বহরাম ইংগীন দক্ষিণ-বঙ্গের প্রধান নগর সপ্তগ্রাম অধিকার করিয়াছিলেন।৩৬ । গক্ষণ ও সরস্বতীর সঙ্গমস্থলে একটি প্রাচীন পাষাণ-নিৰ্ম্মিত (20) Journal of the Asiatic Society of Bengal, Old Series, 1872, pt. I, p. 103. (৩১) কিরান-উস-সাদাইন, পারস্য মূল, মওলকিশোর প্রেস, পৃঃ ১০২ ৷ (৩২) তারিখ-ই-ফেরেশতা, পারস্য মূল, নওলকিশোর প্রেস, লক্ষ্মে, পৃঃ ৮০। (*) Initial Coinage of Bengal, p. 46. (**) Journal of the Asiatic Society of Bengal, Old series, Vol. LXI, #72, pt. I, p. 103. (ee) Ibid, Vol. LXII, 1873, p. I, p. 247. (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. V, p. 248.