পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ হইয়াছিলেন । সপ্তগ্রাম বা দক্ষিণ-বঙ্গের প্রথম শাসনকৰ্ত্তার নাম অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। বাঙ্গালা হইতে দিল্লীতে প্রত্যাবর্তনকালে তোগলকাবাদ হইতে তিন ক্রোশ দূরে আফগানপুর নামক স্থানে বজাঘাতে ৭২৫ হিজরায় (১৩২৪ খৃষ্টাব্দে ) সুলতান গিয়াস্-উদ্দীন তোগলকের মৃত্যু হইয়াছিল" । তাহার পুত্র মহম্মদ-বিন্‌-তোগলক্ সিংহাসনে আরোহণ করিয়া গিয়াস্-উদ্দীন বহাদর শাহকে মুক্তি দিয়াছিলেন। বহাদর শাহ প্রচুর অর্থ লইয়া আসিয়া সুবর্ণগ্রামে বাস করিয়াছিলেন ৬৩ ৷ অনুমান হয় যে, এই সময় হইতে বহাদর শাহের মৃত্যুকাল পর্যন্ত সুবর্ণগ্রাম বা পূৰ্ব্ববঙ্গ দুইজন শাসনকৰ্ত্তার অধীন ছিল। প্রথম শাসনকৰ্ত্ত বলবনের প্রপৌত্র গিয়াসূ-উদ্দীন বহদির শাহ ও দ্বিতীয় শাসনকৰ্ত্ত সুলতান গিয়াস্-উদ্দীন তোগলকের পালিতপুত্ৰ তাতার র্থ। সুলতান মহম্মদ বিন তোগলকের অভিষেককালে তাতার খণ, বহরাম খণ উপাধি পাইয়াছিলেন । ইজ্জ্বল্পনৈ য়াহিয়া খা, আজম্-উল-মুলুক্‌ উপাধি পাইয়া সপ্তগ্রাম বা দক্ষিণ বঙ্গের শাসনকৰ্ত্ত নিযুক্ত হইয়াছিলেন ২৫ । নাসির উদ্দীন ইব্রাহিম শাহ লক্ষ্মণাবতীর শাসনাধিকার হইতে তাড়িত হন নাই । মহম্মদ-বিন্য-তোগলকের অভিষেকের পর বৎসর নাসির উদ্দীন ইব্রাহিম শাহের মৃত্যু হইয়াছিল এবং মালিক পিণ্ডার বা বেদার খিলজি পশ্চিম বঙ্গের শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন ১৬ । মহম্মদ-বিন্য-তোগলক কর্তৃক মুক্ত হইয়া নিজ নামের সহিত মহমদ বিন তোগলকের নাম খে৷ংবা ও মুদ্রায় প্রচার করিতে এবং স্বীয় পুত্র মহম্মদ বরবার্টুকে দিল্লীতে প্রতিনিধি রাখিতে অঙ্গীকার করিয়া গিয়াস্-উদ্দীন বহদির শাহ পূৰ্ব্ববঙ্গের অধিকার পুনঃপ্রাপ্ত হইয়াছিলেন", এই সময় নিজ নামে ও মহম্মদ-বিন্য-তোগলকের নামে বহাদর শাহ যে মুদ্রা (98) Journal of the Asiatic Society of Bengal, Old Series, vol. XLIII, p 290. (**) Elliot's History of India, Vol. III. p. 235. (se) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII 1874, pt. I, 290. (98) Ibid. (৬৫) মন্তখৰ্ব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃ. ৩০২ ৷ (ee) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, I874. pt. I, p. 290. (۹) Ibid.