পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

今b বাঙ্গালার ইতিহাস পরাজিত ও নিহত করিয়াছিলেন । আলী মবারকৃ স্বাধীনতা ঘোষণা করিয়া সুলতান আলা-উদ্দীন নাম গ্রহণ করিয়াছিলেন এবং ফখরূ-উদ্দীনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়া তাহাকে ৭৪১ হিজরায় পরাজিত ও নিহত করিয়াছিলেন । । সুলতান ফখরূ-উদ্দীন সম্বন্ধে রিয়াজ-উস-সালাতীনের উক্তি বিশ্বাসযোগ্য নহে কারণ, প্রথমতঃ ফখর-উদ্দীনের যত মুদ্রা এ পর্য্যন্ত আবিষ্কৃত হইয়াছে, তাহা সমস্তই সুবর্ণগ্রামে মুদ্রাঙ্কিত হইয়াছিল ১২ । দ্বিতীয়তঃ আলা-উদ্দীন আলীশাহের যতগুলি মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে, তৎসমুদয় ফিরোজাবাদে মুদ্রাঙ্কিত হইয়াছিল’। সুলতান ফখরু-উদ্দীন কাদর খণ শিলাদার হইলে এবং সৰ্ব্বপ্রথমে লক্ষ্মণাবতীর অধিকার প্রাপ্ত হইলে, তাহার কোন না কোন মুদ্রায় লক্ষ্মণাবতীর নাম দেখিতে পাওয়া যাইত। জিয়া-বাণীর তারিখ-ইফিরোজ শাহীতে দেখিতে পাওয়া যায় যে, বহরাম খণর মৃত্যুর পরে ফখরূউদ্দীন কাদর খণকে নিহত করিয়া সপ্তগ্রাম, সুবর্ণগ্রাম ও লক্ষ্মণাবতীর অধীশ্বর হইয়াছিলেন , এই সমস্ত প্রদেশ আর কখনও তোগলকৃবংশীয় রাজগণ কর্তৃক আবিষ্কৃত হয় নাই । বদণওনীর গ্রন্থে ফখরূ-উদ্দীনের বিদ্রোহ ও র্তাহার রাজ্যকালের ঘটনার সৰ্ব্বাপেক্ষা বিশ্বাসযোগ্য বিবরণ দেখিতে পাওয়া যায়। উক্ত গ্রন্থে কথিত 可打豆 যে, লক্ষ্মণাবতী অধিকৃত হইলেও কাদর খশ মুখলিসকে হত্যা করিয়া স্বাধীন হইবার চেষ্টা করিতেছিলেন । সুলতান মহম্মদ-বিন্য-তোগলক্‌ শাহ মালিকৃ ইউসফ নামক এক ব্যক্তিকে বাঙ্গালার শাসনকৰ্ত্তা নিযুক্ত করিয়া ছিলেন, কিন্তু মালিক ইউসফ লক্ষ্মণাবতী পৌঁছিবার পূর্বেই মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন? সুলতান মহম্মদ-বিন্য-তোগলক শাহ ভারতবর্ষের নানাস্থানে বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় ইউসফের পরে লক্ষ্মণাবতীর শাসনকর্তার নিয়োগ করিতে পারেন নাই। ৭৪১ হিজরায় সুলতান বাঙ্গালাদেশে আসিয়া সুবর্ণগ্রাম অধিকার করিয়াছিলেন এবং ফখর উদ্দীনকে দিল্লীতে লইয়া গিয়ার্তাহাকে হত্যা (১১) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ৯৬। (**) H. N. Wright's Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, part II, p. 149. 歇 Ibid, p. 150. 8) Elliot's History of India, Vol. III, p. 243. (১৫) মন্ত খৰ-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পূ: ৩০৮।