পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ মুসলমান বিজয়ের বিস্তৃতি ও কাল নির্ণয় । হণ আক্রমণের পরে বিদেশীয় আক্রমণের অভাবে ভারতবর্ষের স্বয়ুপ্তি—ভারতে প্রথম মুসলমান বিজয়ের সীমা—নবদ্বীপ হইতে বখতিয়ারের প্রত্যাবর্জন—লক্ষ্মণাবতী বিজয়— সমসাময়িক মুসলমান রচিত ইতিহাস-তবকাৎ-ই-নাসিরী—মিন হাজের গোঁড় আক্রমণ— মগধ লুণ্ঠন—উদগুপুর অধিকার—গৌড়ীয় সেনরাজগণ-গোঁড়মণ্ডলের পথ-জাপিলীয় মহানায়ক প্রতাপধবল—মণ্ডলার গিরিদুর্গ ও পথ—য়ুজ বক, কর্তৃক নবদ্বীপ বিজয়-বখতিয়ার কত্ত্বক লক্ষ্মণাবতী অধিকার—বখতিয়ারের রাজ্য বিস্তৃতি-ইউয়জের রাজ্য বিস্তৃতি-গঙ্গবংশ কর্তৃক দক্ষিণবঙ্গ অধিকার -গঙ্গ বংশ কর্তৃক লক্ষ্মণাবতী আক্রমণ—বৰ্দ্ধনকোট বিজয়—কান্তকুজ বিজযের মুদ্রা-কামরূপ বিজয়ের মুদ্রা-কামরূপ, কামতা, জাজ নগর ও উড়িয়া বিজয়ের মুদ্রা —সপ্তগ্রাম বিজয়—যুবর্ণ গ্রামের অবস্থা—মুসলমান কর্তৃক হিন্দুরাজ্য অধিকারের উপায়— আরাকানের মগজাতি—পূৰ্ব্ববঙ্গের সেনরাজগণ—তাহাদিগের অবস্থা–কামরূপ রাজ্য—আহম জাতির আক্রমণ-পূর্ববঙ্গরাজের মগ জাতিকে কর প্রদান-নবদ্বীপ আক্রমণের তারিখ । জগতের সমস্ত প্রাচীন সভ্যজাতির অধঃপতনের ইতিহাস তমসাচ্ছন্ন । অৰ্দ্ধাশনক্লিষ্ট বৰ্ব্বর, যখন বুভূক্ষাপীড়নের জন্য, সভ্যজগতের বিলাসব্যসনমগ্ন মানবের রুদ্ধদ্বারে করাঘাত করে তখন প্রথমবার সে প্রত্যাখ্যাত হয়—কিন্তু সে যখন ফিরিয়া আসে, যখন সে বুঝিতে পারে যে, সভ্যমানবের কোমলকরকমলে ধৃত আয়ুধ দৃঢ়মুষ্টিতে ধৃত নহে, তখন সভ্যমানবের পক্ষে তাহার গতিরোধ অসম্ভব । প্রাচীন প্রাচ্য ও প্রতীচ্য জগতে ইহাই সভ্যমানবের সহিত বৰ্ব্বরের ঘাতপ্রতিঘাতের একমাত্র ইতিহাস । অধঃপতন আরন্ধ হইলে সভ্যমানব স্তম্ভিত হইয়া থাকে, অনেক সময়ে আত্মরক্ষার জন্য হস্তোত্তোলন তাহার পক্ষে অসম্ভব হইয়া পড়ে, তখন আর ইতিহাস রচিত হয় না ; বিশাল সাম্রাজ্যের ধ্বংসাবশিষ্ট, বহুক্লেশরক্ষিত মহানগরী যখন বৰ্ব্বর সেনা কর্তৃক আক্রান্ত হয়, সভ্যমানব যখন আত্মরক্ষা অসম্ভব জানিয়া স্তন্ধ হইয়া থাকে, যখন মহানগরীর উদ্যান, প্রাসাদ, মন্দির, সঙ্ঘারাম নগরবাসিগণের সহিত একত্র বিনাশ প্রাপ্ত হয়, তখন আর ইতিহাস রচিত হয় না । এই জন্যই জগতের সর্বত্র, প্রাচীন সভ্যজাতির অধঃপতনের ইতিহাস তমসাচ্ছন্ন । বহু আয়াসঙ্গন্ধ ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড প্রমাণ যোজনা করিয়া অধঃপতনের ইতিহাস লিখিত