পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ bo) করিয়াছিলেন এবং খোজাগণের সাহায্যে আলী শাহকে হত্যা করিয়া শমস্ উদ্দীন ইলিয়াস শাহ নামে বাঙ্গালার সিংহাসনে আরোহণ করিয়াছিলেন২৫ ৷ আলা উদ্ধান আলী শাহের যে সমস্ত মুদ্র আবিষ্কৃত হইয়াছে, তাহ ফিরোজা বাদে মুদ্রাঙ্কিত হইয়াছিল এবং তাহা হইতে অবগত হওয়া যায় যে, তিনি ৭৪o হইতে ৭৪৬ হিজরা পর্য্যস্ত লক্ষ্মণাবতীর অধিকার ভোগ করিয়াছিলেন২৬ । আলী শাহের রাজাকালের কোন শিলালিপি বা ইমারং আবিষ্কৃত হয় নাই । রিয়াজ-উস্-সালাতন অনুসারে আলাউদ্দীন আলী শাহ স্বপ্নে হজরৎ শাহ মখদুশ্ব জলাল উদ্দীন তত্ৰীজীর সাক্ষাৎ পাইয় তাহার আদেশে পাণ্ডুয়ায় একটি মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিলেন। পাণ্ডুয়া নগরে ইহার ধ্বংসাবশেষ অদ্যাবধি বর্তমান আছে২৭ । শমস উদ্দীন ইলিয়াস শাহ সুলতান আল উদ্দীন আলী শাহের ধাত্রীপুত্র । এতদ্ব্যতীত তঁtহার অন্য কোনও পরিচয় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । ৭৪৬ হিজরার পরে ইলিয়াস শাহ লক্ষ্মণাবতীর অধিকার লাভ করিয়াছিলেন । ৭৫৩ বা ৭৫৪ হিজরায় তৎকর্তৃক সহসা আক্রান্ত হইয়া ফখৰ্ব উদ্দীন মবারকৃ শাহ পরাজিত ও নিহত হইয়াছিলেন। এই সময় হইতে সুবর্ণগ্রাম বা পূৰ্ব্ববঙ্গ শমস্ উদ্দীন ইলিয়াস শাহের অধিকারভুক্ত হইয়াছিল । সুবর্ণগ্রাম জয়ের পূৰ্ব্বে বা পরে ইলিয়াস শাহ জাজনগর আক্রমণ করিয়া উক্তরাজ্য হইতে বহু ধনরত্ন ও হস্তী লুণ্ঠন করিয়া আনিয়াছিলেন । ইলিয়াম শাহ ধীরে ধীরে বারাণসী পর্য্যন্ত স্বীয় অধিকার বিস্তার করিয়াছিলেন ২৮ । সুলতান মহমদ বিন তোগলক শাহ দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়া প্রথমে বাঙ্গালা-রাজ্যশাসনে মনঃসংযোগ করেন, এই সময়ে গৌড় ও বঙ্গে গিয়াস উদ্দীন বলবনের রাজ্য লুপ্ত হইয়াছিল। মহম্মদ বিন তোগলকৃ শাহের সুদীর্ঘ রাজত্বকালে তাহাকে অধিকবার বাঙ্গলাদেশের রাষ্ট্ৰীয় ব্যাপারে হস্তক্ষেপ করিতে হয় নাই। রাজধানী দিল্লী হইতে বহুদূরে অবস্থান হেতু এবং সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন সীমান্তে বহু দুর্ঘটনার জন্য মহম্মদ বিন তোগলকৃ শাহ (२¢) હૈ পুঃ ৯৮ ৷ (*) H. N. Wright's Catalogue of Coins, Indian Museum, Calcutta, V ol. II, part II, p. 130. (২৭) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৯৭–৯৮ । (૨૪) છે *: as