পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ bod: সুলতান ফিরোজ শাহ ৭৫২ হিজরায় অর্থাৎ ১৩৫১ খৃষ্টাব্দে দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ৩৩ । তাহার রাজত্বের দ্বিতীয় বর্ষে তিনি গোঁড়াভিমুখে যুদ্ধযাত্রা করিয়াছিলেন । ৭৫৪ হিজরায় অর্থাৎ ১৩৫৩ খৃষ্টাব্দে শওয়াল মাসে, ফিরোজ শাহ খানজহানকে দিল্লীতে প্রতিনিধিস্বরূপ রাখিয়া, গোঁড়াভিমুখে যাত্রা করিয়াছিলেনও । গৌড় ও বঙ্গ প্রকৃতপক্ষে গত ত্রয়োদশ বর্ষ যাবৎ বিদ্রোহী ছিল, এই সময়ের মধ্যে গৌড় ফিরোজাবাদের, অথবা বঙ্গে সুবর্ণ গ্রামের কোনও শাসনকর্তা বা স্বাধীন রাজা দিল্লীর বাদশাহের অধীনতা স্বীকার করেন নাই । ৭৪১ খৃষ্টাব্দে মহম্মদ-বিন-তোগ্যলকৃ শাহ বঙ্গদেশ আক্রমণ করিয়া সফলকাম হুইতে পরেন নাই । মুসলমান ঐতিহাসিকগণ কর্তৃক লিপিবদ্ধ ফখরূ-উদ্দিন মবারকৃ শাহের পরাজয় ও মৃত্যু ঐতিহাসিক সত্যরূপে গৃহীত হইতে পারে না । কারণ মুদ্রাতত্ত্বের প্রমাণ অনুসারে ফখর উদ্দীন ৭৪১ হিজরার নয় বৎসর পরেও জীবিত ছিলেন। সুবর্ণগ্রামের শাসনকর্তৃগণের মধ্যে তাতার র্থ অর্থাৎ বহরোম্ খণর মৃত্যুর পরে অপর কোনও শাসনকর্তা বা স্বাধীন রাজ্য দিল্লীর বাদশাহের অধীনতা স্বীকার করেন নাই । ফখর উদ্দীন মবারকৃ শাহ, ইখতিয়ার উদ্দীন গাজী শাহ, আল উদ্দীন আলী শাহ ও শমস্ উদ্দীন ইলিয়াস শাহ নিজ নামে মুদ্রাঙ্কন করাইয়া মহম্মদ বিন্য-তোগলকৃ শাহের রাজ্যকালের শেষভাগে গোঁড় ও বঙ্গের স্বাধীনতার সুদৃঢ় প্রমাণ রাখিয়া গিয়াছেন । এমন কি মহম্মদ-বিন্যতোগলক শাহ কর্তৃক নিযুক্ত লক্ষ্মণাবতীর শাসনকৰ্ত্ত মালিক্ বেদার খিলজি বা কাদর খর্ণ এক সময়ে স্বাধীনতা অবলম্বন করিবার চেষ্টা করিয়াছিলেন ৩৫ ৷ গৌড় ও বঙ্গ যখন স্বাধীন, তখন মগধ বা বিহার দিল্লীর বাদশাহগণের অধীন ছিল । ৭৩২ হিজরায় রমজান মাসের প্রথমে অর্থাৎ ১৩৩২ খৃষ্টাব্দে ২৭শে মে তারিখে, মগধ বা বিহার প্রদেশে বিহার নগরে বাদশাহী শাসনকৰ্ত্তার প্রাসাদে একটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল, তাহাতে আবুল মজাহিদ মহম্মদ-বিনতোগতলকৃ শাহের নাম আছে৩৬ । এই তোরণের শিলালিপি মাত্র আবিষ্কৃত (৩৩) তবকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ২৪৩ । (৩৪) ঐ, পৃঃ ২৪৪ ; মস্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃ. ৩২৪৬ রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০০ । (৩৫) মন্ত খব-উৎ-তওয়ারিখ , ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৩০৮। (*) Epigraphia Indica, Vol. II, pp. 291—292.