পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO বাঙ্গালার ইতিহাস শমস্-উদ্দীন ইলিয়াস শাহ একডালা-দুর্গে আশ্রয় গ্রহণ করিলে, সুলতান ফিরোজ শাহ দুর্গের চতুর্দিকে পরিখা খনন করিয়া তোপের মুর্চা নিৰ্মাণ করাইয়াছিলেন। ইলিয়াস্ শাহের সেনা নিত্য একডালা-দুর্গ হইতে বাহির হইয়া আসিয়া বাদশাহের সেনা আক্রমণ করিত কিন্তু তাহারা বাদশাহের সেনা কর্তৃক পরাজিত হইয় একডালার দ্বীপ-সমূহের মধ্যে আশ্রয় লইতে বাধ্য হইয়াছিল। শমস্-উদ্দীন ইলিয়াস্ শাহ পাণ্ডুয়া পরিত্যাগ করিলে সুলতান ফিরোজ শাহ পাণ্ডুয়ার নিরীহ অধিবাসিদিগের উপর অত্যাচার করেন নাই এবং শমস্-উদ্দীন ইলিয়াস্ শাহের প্রাসাদ ও উদ্যান নষ্ট করেন নাই**ক । এই সময়ে বাদশাহী সেনা সমগ্র গৌড়দেশ অধিকার করিয়া হিন্দুরাজ্য ও ভূস্বামিগণকে বশীভূত করিল**। ফিরোজ শাহ পাণ্ডুয়া নগর অধিকার করিয়া ইলিয়াস্ শাহের পুত্রকে বন্দী করিয়াছিলেন। রিয়াজ-উস্-সালাতীন অনুসারে বাদশাহ যে স্থানে শিবির স্থাপন করিয়াছিলেন, তাহার নাম ফিরোজপুরাবাদ বা ফিরোজাবাদপুর । এই স্থান হইতে ফিরোজ শাহ পাণ্ডুয়া-দুর্গ আক্রমণ করিয়া ইলিয়াস্ শাহের পুত্রকে পরাজিত ও বন্দী করিয়াছিলেন । প্রথম দিন বাদশাহের সেনার সহিত ইলিয়াস্ শাহের সেনার যুদ্ধ হইয়াছিল, তাহার পরে বাদশাহ দ্বাবিংশতি দিবস একডালা-দুর্গ অবরোধ করিয়াছিলেন । দ্বাবিংশতি দিবস একডাল দুর্গ অবরোধ করিয়াও সুলতান ফিরোজ শাহ নদী ও অরণ্য-বেষ্টিত দুর্গ অধিকার করিতে পারেন নাই । শমস্-ই-সিরাজ আফিফ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, কিছুকাল যুদ্ধ করিবার পরে বর্ষ আগতপ্রায় দেখিয়া সুলতান ফিরোজ শাহ মন্ত্রণাসভা আহবান করিয়াছিলেন । মন্ত্রিগণ দেখিলেন যে, বর্ষাকালে দেশ জলে প্লাবিত হইবে এবং তখন সুলতান ফিরোজ শাহ দিল্লীতে প্রত্যাবর্তন করিতে বাধ্য হইবেন, ইহা ভাবিয়া বর্ষাকালের প্রতীক্ষায় ইলিয়াস শাহ একডাল দুর্গে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তাহারা স্থির করিলেন যে, কৌশলে ইলিয়াস (৫৫ ক) জিয়া-উদ্দীন, বাণী রচিত তারিখ-ই-ফিরোজ শাহী, পারস্য মূল. (Bibliotheca Indica) o trs - (**) Elliot's History of India, Vol. III, p. 294. (৫৭) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০০ । ! હ (ماه)