পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ ఫిషి শাহকে সসৈন্য একডাল দুর্গ হইতে বাহির করিবার জন্য দিল্লীর পথে কিয়ংদুর প্রত্যাবর্তন করা আবশ্বক। এই পরামর্শ অবলম্বন করিয়া সুলতান ফিরোজ শাহ পরদিন একডাল হইতে যাত্রা করিয়া সাত ক্রোশ দুরে শিবির স্থাপন করিলেন । বাদশাহের আদেশে দুই চারিজন কলন্দর (ফকীর ) শিবির হইতে একডাল দুর্গাভিমুখে যাত্রা করিল। তাহারা যথাসময়ে গৌড়ের সেনা কর্তৃক ধৃত হইয়া শমস্-উদ্দীন ইলিয়াস শাহের সম্মুখে নীত হইল এবং তঁহাকে জ্ঞাপন করিল যে সুলতান ফিরোজ শাহ সসৈন্য দিল্লী অভিমুখে যাত্রা করিয়াছেন কোন কোন ঐতিহাসিক লিপিবদ্ধ করিয়াছেন যে, একডালা হইতে প্রত্যাবর্তনকালে সুলতান ফিরোজ শাহ শিবিরের সমস্ত সম্পত্তিতে অগ্নি-সংযোগ করিয়া আসিয়াছিলেন ৬° । ফিরোজ শাহ কত্ত্ব’ক প্রেরিত গুপ্তচরগণের মিথ্যাবাক্যে আস্থা স্থাপন করিয়া শমস্-উদ্দীন ইলিয়াস শাহ একডাল দুর্গ হইতে নির্গত হইয়া প্রত্যাবর্তন পর বাদশাহী সেনাকে পশ্চাৎ হইতে আক্রমণ করিতে মনঃস্থ করিলেন । ইলিয়াস শাহ দশসহস্ৰ অশ্বারোহী, দুই লক্ষ পদাতিক ও পঞ্চাশটি হস্তী লইয়া বাদ শহী সেনার পশ্চাদ্ধাবন করিলেন । ফিরোজ শাহ যে স্থানে শিবির স্থাপন করিয়াছিলেন, সেই স্থানে একটি নদী তীর্থ ছিল । বাদশাহী সেনার সম্পত্তি যখন নদী পার হইতেছিল, তখন বাঙ্গালার সুলতান বাদশাহী সেনা আক্রমণ করিলেন । বাদশাহের আদেশে মালিক দালান ত্রিংশং সহস্র অশ্বারোহী লইয়া দক্ষিণ-পক্ষে, মালিকৃহাসামৃ নবা ত্রিংশৎ সহস্ৰ অশ্বারোহী লইয়৷ বামপক্ষে ও খান-ই-আজমৃ তাতার র্থ ত্রিংশৎ সহস্ৰ অশ্বারোহী লইয়। মধ্যদেশে স্থান গ্রহণ করিলেন । বাদ শাহী সেনার হস্তিদল তিনভাগে বিভক্ত হইয়া অশ্বারোহী সেনার সম্মুখে স্থাপিত হইল। প্রথমে বামপক্ষে হস্যম্উদ্দীন নবার সেনাদলের সহিত গৌড়ীয় সেনার যুদ্ধ আরম্ভ হইল । বাদশাহী সেনার শ্রেণীবিন্যাস দেখিয়া ইলিয়াস শাহ বুঝিতে পারিলেন যে, তিনি ফকীরগণ কর্তৃক প্রতারিত হইয়াছেন । কিয়ৎক্ষণ যুদ্ধের পরে বাঙ্গালার সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস শাহ পরাজিত হইয়া রণে ভঙ্গ দিয়া পলায়ন (**) Elliot's History of India, Vol. III, pp. 294–95. (৬০) শমস-ই-সিরাজ-আকাঙ্ক রচিত তারিখ-ই-ফিরোজ শাহী, পারস্য মূল, Bibliotheca Indica, o: oso l (es) Elliot's History of India, Vol. III. p. 295,