পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ Եի জনৈক ব্রাহ্মণকে একখানি গ্রামদান করিয়াছিলেন । গোবিন্দচন্দ্র এই সময়ে নিশ্চয়ই যুদ্ধাভিযান উপলক্ষে মুগগিরিতে বা মুক্ষেরে আসিয়াছিলেন ; কারন, অঙ্গদেশ কখনও গাহুডবাল রাজ্যের অন্তভূক্ত হয় নাই। মাধবগুপ্তের পুত্র আদিত্যসেনের অফসড় গ্রামে আবিষ্কৃত খোদিত লিপি হইতে অবগত হওয়া যায় যে, মাধবগুপ্ত হর্ষবর্ধনের বন্ধুছিলেন ** । এই খোদিতলিপিতে মহাসেনগুপ্তের নামের পরেই মাধবগুপ্তের নাম আছে, ইহাতে শশাঙ্কের নাম নাই। ভিটী গ্রামে আবিষ্কৃত সম্রাট দ্বিতীয় কুমারগুপ্তের মুদ্রায় ঐগুপ্ত হইতে দ্বিতীয় কুমারগুপ্ত পৰ্য্যন্ত সমস্ত গুপ্তবংশীয় সম্রাটগণের নাম আছে, কেবল স্বদগুপ্তের নাম নাই * । ইহাতে প্রথম কুমারগুপ্তের জ্যেষ্ঠপুত্র স্বনাগুপ্তের নামের পরিবর্ভে র্তাহার কনিষ্ঠভ্রাতা পুরগুপ্তের নাম দেখিতে পাওয়া যায়। স্বনাগুপ্তের নাম লোপের দুইটি কারণ দেখিতে পাওয়া যায়। প্রথম কারণ অপত্যাভাব, দ্বিতীয় কারণ ভ্ৰাতৃবিরোধ। প্রথম কারণটি সমীচীন বলিয়া বোধ হয় না,কারণ, কেহ কেহ অকুমান করেন যে, তৃতীয় চন্দ্রগুপ্ত, দ্বাদশাদিত্য, বিষ্ণুগুপ্ত, চন্দ্রাদিত্য প্রভৃতি রাজগণ স্কন্দগুপ্তের বংশধর**। পক্ষান্তরে অন্যান্য তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে,ভ্ৰাতৃবিরোধ না থাকিলে জ্যেষ্ঠভ্রাতা এমনকি জ্যেষ্ঠভ্রাতার পুত্রের নাম পৰ্য্যন্তও কনিষ্ঠভ্রাতার তাম্রশাসনে উল্লিখিত আছে। নিধানপুরের আবিষ্কৃত ভাস্করবর্ধার তাম্রশাসনে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা স্বপ্রতিষ্ঠিতবর্ধার, " মধুবন ও বঁাশখেরা গ্রামরে: আবিষ্কৃত হর্ষবর্ধনের তাম্রশাসনদ্বয়ে রাজ্যবৰ্দ্ধনের নামোল্লেখ ** এবং মনহলি গ্রামে আবিষ্কৃত মদনপালদেবের তাম্রশাসনে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা কুমারপাল ও ভ্রাতুষ্পুত্র তৃতীয় গোপালের নামোল্লেখ এই ** অনুমানের প্রমান স্বরূপ উল্লিখিত হইতে (se) Epigraphia Indica, volvii, p 98, (vs) Fleet's corpus Inscriptionum Indicarum,vol III p 204. (st) Journal of the Asiate Society of Bengal, 1889, part 1. p. 89. (eo) British Museum Catalogue of Indian Coins, Gupta dynasties, p cxxxvi * (so) Epigraphia Indica, vol xii, p, 73-74. (*) Epigraphia Indica, vol 1. p 72; vol lv, p 210. (৬৯) ক্রযুক্ত অক্ষয়কুমার মৈত্রের সঙ্কলিত গোঁড়লেখমালা, পৃঃ ১৫২