পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ Bé (১) কোটালিপাড়া থানার অৰ্দ্ধক্রোশ পূর্বে অবস্থিত কয়েথা নামক স্থানে আবিষ্কৃত একটি সুবর্ণমুদ্রা। ইহা তারাসী নিবাসী ত্রযুক্ত মদনমোহন সাহা কৰ্ত্তক ঢাকা চিত্রশালায় উপহার প্রদত্ত হইয়াছে। (২) ঢাকা জেলায় সাভার গ্রামে আবিষ্কৃত আর একটি মুদ্রা; ইহা সাভারের নিকটবতী পুরান ভাটপাড়ায় আবিষ্কৃত হইয়াছিল। (৩) পুরান ভাটপাড়ায় আবিষ্কৃত এই জাতীয় আর একটি সুবর্ণমুদ্রা। (৪) সাভারের নিকট কাটাগঙ্গার দক্ষিণ-পূর্বে রাজাসনে আবিষ্কৃত এই জাতীয় আর একটি স্ববর্ণমুদ্র । (৫) সাভারে আবিষ্কৃত এই জাতীয় আর একটি সুবর্ণমুদ্র, ইহা শ্ৰীযুক্ত বীরেন্দ্রনাথ বসুর নিকটে আছে। ঐযুক্ত নলিনীকান্ত ভট্টশালী মহাশয়ের মতানুসারে এই জাতীয় মুদ্রায়, অন্তত: এই জাতীয় কতকগুলি মুদ্রায় “শ্ৰীমধন্যাদিত্য” লিখিত আছে, কিন্তু তাহার এ অকুমান সম্পূর্ণ অমূলক । -(ae) Daeca Reviaw, 1920, pp. 78-82.