পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ্ধ अङ्घल्लकडौं শৈলবংশীয় নরপতি কৰ্ত্তক পেীও দেশ বিজয়-কামরূপের হর্ধদেব কর্তৃক গৌড়বিজয়-কান্তকুজরাজ যশোবর্শার মগধবিজয়-ললিতাদিত্য ও যশোবর্ষাগৌড়েশ্বর বধের উপাখ্যান-জয়াপীড়-জয়ন্ত জয়ন্তের ঐতিহাসিকতা জাদিশুর ও জয়ন্ত-কুলশাস্ত্রের প্রমান-গুর্জরজাতি-প্রাচীন সাহিত্য ও খোদিতলিপিতে গুজর্জিাতির উল্লেখ গুজ্জর ও প্রতীহারের একত্ব-ভিন্নমালের গুর্জরপ্রতীহারবংশ-বৎসরাজ-রাষ্ট্রকুটরাজবংশ-দস্তিদুর্গ-এবধারাবর্ষ-উত্তরাপথ বিজয়-বৎসরাজের পরাজয়-ইস্রায়ুধ ও চন্দ্রায়ুধ এবধারাবর্ষের দিগ্বিজয়-গোঁড়বঙ্গে আরাজকতরাজা নিৰ্ব্বাচন । খৃষ্টীয় সপ্তম শতাব্দীর শেষভাগে ও অষ্টম শতাব্দীর প্রারম্ভে মগধের গুপ্তবংশীয় রাজগণের অধঃপতনের সময়ে উত্তরাপথের পূর্বভাগ বার বার ভারতের ভিন্ন ভিন্ন দেশের রাজগণ কতৃক আক্রান্ত হইয়া অতিশয় দুর্দশাগ্রস্ত হইয়াছিল। মধ্যপ্রদেশে রঘোলিগ্রামে আবিষ্কৃত শৈল বংশোদ্ভব দ্বিতীয় জয়বর্ধন নামক নরপতির তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, দ্বিতীয় জয়বর্ধনের পিতামহের জ্যেষ্ঠ ভ্রাতা পৌণ্ড দেশের নরপতিকে নিহত করিয়া সমস্ত পেীও দেশ অধিকার করিয়াছিলেন । এই তাম্রশাসনের অক্ষর দেখিয়া অনুমান হয় যে, ইহা খৃষ্টীয় অষ্টম শতাব্দীর শেষ পাদে উৎকীর্ণ হইয়াছিল। অতএব অনুমান হয় যে, অষ্টম শতাব্দীর তৃতীয় বা চতুর্থ পাৰে, পৌণ্ড রাজ শৈলবংশীয় দ্বিতীয় জয়বর্ধনের জ্যেষ্ঠ পিতামহ কতৃক নিহত হইয়াছিলেন। ঐযুক্ত রমাপ্রসাদ চন্ধ অম্বুমান করেন যে শৈলবংশে ও কোঙ্গোদের শৈলোদ্ভব বংশ অভিন্ন, কিন্তু শব্দগত সাদৃশ্য ব্যতীত এই অকুমানের পক্ষে অন্য কোন প্রমান নাই। খৃষ্টীয় অষ্টম শতাব্দীর প্রথমভাগে কামরুপরাজ হর্ষদেব গৌড়, ওড্র, কলিঙ্গ ও মেদুaiদশের অধিপতি ছিলেন। নেপালের লিছৰীবতীয় নরপতি শিৰে, সম্রাট আদিত্যসেনের দৌহিত্রী ও মৌখরিরাজ ভোগবর্ষার দুহিত বংগদেবীর পানিগ্রহণ করিয়া (১) তেষামূজিত বৈরী বিদারণ পূটং পোওপিং ক্ষপাতিং। ছত্ত্বৈকো বিষয়ং তমেব সফলং জগ্রাহ শৌৰ্য্যাত্তি ৷ —Epigraphia Indica, vol ix, p, 44.