পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ ఆ చి রাজা দ্বিতীয় জীবিতগুপ্ত একই ব্যক্তি " । এই সময়ে বন্ধদেশ যে কোন, রাজার অধিকারভুক্ত ছিল, তাহ অস্থাপি নির্ণত হয় নাই। যশোবর্ণ নামধারী কান্তকুজের যে একজন প্রবল পরাক্রান্ত রাজা ছিলেন, সে বিষয়ে কোনই সন্দেহ নাই। ৭৩১ খৃষ্টাব্দে যশোবর্শ্ব চীন সম্রাটের নিকট এক দূত প্রেরণ করিয়াছিলেন, চীন দেশের ইতিহাসে ইহা উল্লিখিত হইয়াছে। ফরাসী দেশীয় পণ্ডিত *fxt:H ( Edouard Chavannes) e caffè (Sylvain levi ) fg করিয়াছেন যে, যশোবর্ণ ৭৩৪ হইতে ৭৪৭ খৃষ্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে চীন দেশে দূত প্রেরণ করিয়াছিলেন “ । কাশ্মীর রাজ ললিতাদিত্য-মুক্তাপীড় যশোবর্থীকে পরাজিত করিয়া অবশেষে তাহাকে সিংহাসনচ্যুত করিয়াছিল । যশোবর্ধা মগধদেশে যশোবর্ণপুর নামক একটি নগর স্থাপন করিয়াছিলেন। পালবংশীয় সম্রাট দেবপালদেবের খোদিতলিপিতে যশোবর্ণপুরের উল্লেখ দেখিতে পাওয়া যায় যশোবর্ষা পরাজিত হইলে গোঁড়মগুলেশ্ব অধিপতি ললিতাদিত্যকে কতকগুলি হস্তী উপহার দিয়া তাহার সন্তোষবিধান করিয়াছিলেন । তাহার পরে কাশ্মীর রাজের আদেশে গৌড়পতিকে বোধ হয় কাশ্মীরে যাইতে হইয়াছিল। ললিতাদিত্য স্বনিৰ্ম্মিত পরিহারসপুর (বর্তমান পরসপোর) নামক নগরে ৮, প্রতিষ্ঠিত “পরিহাসকেশব” নামক দেবতাকে মধ্যস্থ রাখিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, তিনি তাহার অতিথির অঙ্গে হস্তক্ষেপ করিবেন না। কিন্তু ললিতাদিত্য ব্রিগামী নামক স্থানে অতিথি হত্যা করিয়া স্বপ্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছিলেন। গৌড়পতির ভৃত্যগণ প্রতিশোধ লইবার জন্য সারদাদেবীর মন্দিরে তীর্থযাত্রার ছলে কাশ্মীরদেশে প্রবেশ করিয়া “পরিহাসকেশবের” মন্দির অবরোধ করিয়াছিল। ললিতাদিত্য তখন কাশ্মীরে ছিলেন না। রাজার অনুপস্থিতিকালে গোঁড়গণকে মন্দির-প্রবেশে উদ্যত দেখিয়া মন্দিরের (৪) গৌড়রাজমালা, পৃঃ ১৫ । (c) Journal Asiatique, 1895, p, 353. (*) Stein's Chronicles of the Kings of Kashmir, Introduc tion p. 89. (*) Indian Antiquary, vol xvii, p. 311. (9) Chronicles of the Kings of Kashmir, vol II, Notc F, pp. 300-303. . . . -