ষষ্ঠ পরিচ্ছেদ > X > নাথ বহু ‘বঙ্গের জাতীয় ইতিহাস’ রাজনীকাওে পূৰ্ববংশীয় কতকগুলি রাজার নাম সংগ্ৰহ করিয়াছেন। তাহার মতে ই হারা খৃষ্টীয় অষ্টম হইতে একাদশ শতাব্দী পৰ্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন। যথাস্থানে এই সকল উক্তির ঐতিহাসিক প্রমান আলোচিত হইবে । খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে সমগ্র পঞ্চনদ ও রাজপুতানা গুর্জর নামক পরাক্রান্ত জাতির অধিকারভূক্ত হইয়াছিল। পণ্ডিতগণ অনুমান করেন যে, হুন জাতির ভারতআক্রমণের অব্যবহিত পরে গুর্জরগণ মধ্য-এশিয়া হইতে ভারতের উত্তর-পশ্চিম সীমাস্তের পাৰ্ব্বত্যপথে আর্য্যাবৰ্ত্তে প্রবেশ করিয়াছিলেন এবং তাহারা ভূণগণের ন্যায় মধ্য-এশিয়ার মরুবাসী যাযাবর জাতি-বিশেষ বানভট্ট-প্রণীত “হর্ষচরিতে”সৰ্ব্বপ্রথমে গুর্জর জাতির উল্লেখ দেখিতে পাওয়া যায় । কথিত আছে যে, হর্ষবৰ্দ্ধনের পিতা প্রভাকরবর্দ্ধন বা প্রতাপশীল, হুণ-হরিণের কেশরী, সিন্ধুরাজের জর, গুর্জরগণের নিদ্রাহর, গান্ধীর রাজরুপী গন্ধহস্তীর কুটপাকল (সংক্রামক ব্যধি বিশেষ ) লাটদেশীয় দস্থ্যগণের দস্থ্য এবং মালব-বিজয়লক্ষীর পরশু ছিলেন ২° । হর্ষবর্ধনের প্রতিদ্বন্দ্বী দক্ষিণাপথ রাজ চালুক্যবংশীয় দ্বিতীয় পুলকেশীর একখানি শিলালিপি বোম্বাই প্রদেশে বিজাপুর জেলায়, ঐহোলী গ্রামে মেগুটি নামক মন্দিরে আবিষ্কৃত হইয়াছে। এই শিলালিপিতে উক্ত আছে যে, পুলকেশীর (38; Convincing, if not absoluteley conclusive proof can also be given that the Gurjaras, originally, ware an Asiatic horde of nomads, who forced their way into India along with or soon afer the white Huns in either the 5th or 6th Century. —The Gurjaras of Rajputana and Kanauj-Journal of the Royal Asiatic Society, 1909 p. 54. - # (২৫) তেষু চৈবমুখপদ্মমানেষু ক্রমেনোদপাদি হুণহরিণকেশরী মালবলক্ষীলতাপরশু প্রতাপশীল ইতি প্রথিতাপরনাম প্রভাকর বর্ধনোনামাজাধিরাজঃ –হর্ষচরিত, ৪র্থ উচ্ছাস "ঈশ্বরচন্দ্র fistoto notifié) t as Cowell and Thomas. Bana's Harsacharita, p 10i. ' *
পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।