পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ 9 রাজপুতানার আলোয়ার রাজ্যে অবস্থিত বাজোর বা রাঙ্গোরগড়ের দক্ষিপস্থিত পীরনগড়ের ধ্বংসাবশেষ মধ্যে আবিষ্কৃত হইয়াছিল, এই শিলালিপি দ্বারা প্রতিহার-বংশীয় বিজয়পালদেবের মথনদেব নামক জনৈক সামন্ত একখানি গ্রাম স্বান করিয়াছিলেন “ । খৃষ্টিয় ষষ্ঠ শতাব্দীর শেষভাগে গুজরাটে বর্তমান তরোচের (প্রাচীন ভৃগুকচ্ছ বা তক্ষকচ্ছ) নিকটে একটি ক্ষুদ্র গুজ্জর রাজ্য প্রতিষ্ঠিত হইয়াছিল। নন্দোর ( বর্তমান নন্দোড়, ইহা রাজপিপল রাজ্যের রাজধানী), এই রাজ্যের রাজধানী ছিল, ভরোচের গুজ্জর বংশীয় রাজগণ র্তাহাদিগের খোদিত লিপিসমূহে রাজোপাধি ব্যবহার করেন নাই। “পণ্ডিত ভগবানলাল ইন্দ্রজী যখন ভরোচের গুজর বংশের ইতিহাস লিপিবদ্ধ করিয়াছিলেন, তখনও উত্তরাপথের গুজ্জরপ্রতিহার সাম্রাজ্যের ইতিহাস উদ্ধার হয় নাই । সেই জন্তই ভগবানলাল ভরোচের গুজররাজগণের স্বামিনির্ণয় করিতে পারেন নাই’ । ভিল্লামাল ও কান্যকুঞ্জের গুজর প্রতীহার সাম্রাজ্যের লুপ্ত ইতিহাস উদ্ধার হইলে নির্নীত হইয়াছে যে, ভরোচের গুজ্জার-রাজগণ প্রতিহার বংশীয় সম্রাটগণের সামন্ত বা করদ নৃপতি ছিলেন । ভরোচের গুজ্জার-বংশের প্রথম রাজা প্রথম দন্দ খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষপাদে এবং ষষ্ঠ নরপতি তৃতীয় জয়ভট খৃষ্টয় অষ্টম শতাব্দীর দ্বিতীয় পাদে বিদ্যমান ছিলেন । ভিন্নমাল ও কান্যকুজের রাজবংশের আদিম নরপতিগণের নাম অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, পণ্ডিতগণ অনুমান করেন যে ভিল্লমালের প্রথম নাগভট ভরোচের তৃতীয় জয়ঙটের স্বামী। গোয়ালিয়র বা গোপাদ্রির গিরিশির্ষে একটি • প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মধ্যে আবিষ্কৃত প্ৰতীহার-বংশীয় সম্রাট প্রথম ভোজদেবের একখানি শিলালিপি হইতে প্রথম নাগভটের পরিচয় অবগত হওয়া যায়। এই খোদিত লিপি হইতে জানিতে পারা যায় যে নাগভট হুৰ্ববংশীয় AA gDDBBBBBBBBBBBDSiBB BBBBBB SLS0eeS aphia indica, vol III, p 266, * (es) Bombay Gazetter, voli, Pt. 1, p. 113 . . . .