পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট (ঙ) কুলশান্ত্রের ঐতিহাসিক প্রমাণ গত তিন বৎসর বাবং প্রবাসী, মানসী, প্রভৃত্তি মাসিকপত্রে “আদিশূর ও কুলশাস্ত্ৰ” ভোজবার তাম্রশাসন” “দহুজমর্দনদেব ও মহেন্দ্রদেব","কুলশান্ত্রের ঐতিহাসিকতার দৃষ্টান্ত” প্রভৃতি প্রবন্ধে বঙ্গদেশীয় কুলশান্ত্রের ঐতিহাসিক প্রমাণের অসারত প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছি। ঐযুক্ত নগেন্দ্রনাথ বস্থ প্রমুখ ঐতিহাসিকগণ বহুদিন যাবৎ বাঙ্গালাদেশের ভিন্ন ভিন্ন জাতির কুলশাস্ত্র-সমূহ সংগ্ৰহ করিয়া তাহা হইতে ঐতিহাসিক প্রমাণ সঙ্কলন করিয়া আসিতেছেন এবং সুধীগণের নিকটে সেই সকল প্রমাণ ধ্রুবসত্যরূপে গৃহীত হইয়া আসিয়াছে। গত তিন বৎসরের মধ্যে দুইখানি তাম্রশাসন এবং কতকগুলি প্রাচীন মুদ্রা আবিষ্কৃত হওয়ায় কুলশান্ত্রসমূহের ঐতিহাসিক প্রমাণের অসারতা প্রতিপয় হইয়াছে। নিম্নলিখিত তাম্রশাসন ও প্রাচীন মুদ্র আবিষ্কৃত হওয়ায় কুলশাস্ত্রের ঐতিহাসিক প্রমাণের সত্যতা সম্বন্ধে আমার সন্দেহ জন্মে = (১) দনুজমর্দনদেব ও মহেন্দ্রদেবের রজত মুদ্রা। মালদহে উত্তরবঙ্গ সাহিত্যসম্মিলনের চতুর্থ অধিবেশনে স্বর্গগত রাধেশচন্দ্র শেঠ দুইটি রজত মুদ্রা প্রদর্শন করিয়াছিলেন। এই দুইটি পাওয়ার আদিনা মসজিদের উত্তরপূৰ্ব্বাংশে মৃণাধিক দুই ক্রোশ মধ্যে জনৈক সাওতাল-কৃষক কতৃক আবিষ্কৃত হইয়াছিল। সেই কৃষক তাহ পুরাতন মালদহের জনৈক দোকানদারের নিকট বিক্রয় করিয়াছিল। "গৌড়দুল্লাত’ নামক সাপ্তাহিক পত্রের কার্য্যাধ্যক্ষ ক্রযুক্ত কৃষ্ণচন্দ্র আগরওয়ালা মুদ্রা দুইটি দোকানদারের নিকট হইতে সংগ্ৰহ করিয়া রাষেশচন্দ্র শেঠকে প্রদান কবিয়াছিলেন। শেঠ মহাশয় রঙ্গপুর সাহিত্য-পরিষৎপত্রিকায় এই দুইটি মুদ্রার বিবরণ প্রকাশ করিয়াছেন। (রঙ্গপুর সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ৫ম ভাগ, পৃ: ৭-৭৪ । এই মুদ্রায় পাওনগর নামক স্থানে মুদ্রাঙ্কিত ও প্রথম মুদ্রাটি, প্রছেsলন এবং দ্বিতীয় মুদ্রাট হুজমর্দনজেবের নামাঙ্কিত। ইতিপূৰ্ব্বে: দহজমর্দন বা মহেন্দ্রদেবের কোন মুদ্রা ভাবিকত হয় নাই। উভয় মুদ্রাতেই শকারে তারিখ ছিল, কিন্তু মুদ্রায়ের পাশ্ব কাটিয়া যাঙ্গার রাজয়ের কালনির্ণয় হয় নাই । s