পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

势愈发 বাঙ্গালার ইতিহাস যায় যে, গোপালদেবের পত্নীর নাম “দেদ্বদেবী”৩৪ স্বৰ্গীয় অধ্যাপক কীলহণের মতানুসারে দেদদেবী" ভদ্র নামক রাজার কন্যা ; কিন্তু শ্রযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় বলিয়াছেন, "অধ্যাপক কিলহৰ্ণ 'দেদদেবীকে ভদ্র নামক এক রাজার কস্ত বলিয়া নির্দেশ করিয়াছিলেন, তিনি তাহার কোনরূপ প্রমানের উল্লেখ করেন নাই । এক্ষণে কোন ঐতিহাসিক তথ্য প্রকটিত হইয়াছে বলিয়া বোধ হয় না, এখানে কেবল পৌরাণিক আখ্যায়িকাই সুচিত হইয়াছে৩৫ ৷” গোপালদেবের বৃদ্ধ-প্রপৌত্র নারায়নপালদেবের এবং তঁহার বংশধরগণের তাম্রশাসনে গোপালদেবের নিম্নলিখিত পরিচয় পাওয়া যায় ঃ-“যিনি কারুণ্যরত্নপ্রযুদিতহদয়ে মৈত্রীকে প্রিয়তমারূপে ধারণ করিয়াছিলেন, যিনি তত্ত্বজ্ঞান-তরঙ্গিণীর সুবিমল সলিলধারায় অজ্ঞান-পঙ্ক প্রক্ষালিত করিয়াছিলেন, ধিনি কামক অরির পরাক্রম-সঞ্জাত আক্রমণ পরাভূত করিয়া শাশ্বতী শান্তিলাভ করিয়াছিলেন ; সেই শ্রমান দশবল লোকনাথের জয় হউক ; এবং ধিনি করুণারত্নোদ্ভাসিত বক্ষে প্রজাবর্গের মিত্রত ধারণ করিয়া সম্যক-সম্বোধপ্রদায়িনী জ্ঞান-তরঙ্গিণীর সুবিমল সলিলধারায় লোক-সমাজের অজ্ঞান-পঙ্ক প্রক্ষালিত করিয়া, দুৰ্ব্বলের প্রতি অত্যাচারপরায়ণ স্বেচ্ছাচারী কামকারিগণের আক্রমণ পরাভূত করিয়া রাজ্যমধ্যে চিরশান্তি সংস্থাপিত করিয়াছিলেন, সেই ঐমান গোপালদেব নামক অপর রাজাধিরাজ লোকনাথেরও জয় হউক৩৬ * গোপালদেবের একমাত্র পুত্রের নাম আবিষ্কৃত হইয়াছে, ইনি ইতিহাস-বিশ্রত ধৰ্ম্মপালদেব । গোপালদেবের মৃত্যুকাল অথবা রাজ্যকাল-নির্ণয়ের কোন উপায়েই অদ্যাবধি আবিষ্কার হয় নাই। প্রসিদ্ধ ঐতিহাসিক ভিলেন্ট স্মিথ (৩৪) শীতাংশোরিব রোহিণী ছতভূজ: স্বাহেব তেজোনিধে: সৰ্ব্বাণীব শিবস্ত গুহকপতে ভদ্রেব ভদ্রাত্মজ । পৌলোমীৰ পুরন্দরস্ত দয়িত শ্ৰীদেদ্বদেবীত্যভূখ দেবী তপ্ত বিনোদভূধু ররিপোগরিব স্থাপতে । —ধৰ্ম্মপালের খালিমপুর তাম্রশাসন, ৫ম শ্লোক ; গৌড়লেখমালী, পৃ: ১২ } (৩৫) গৌড়লেখমালা, পৃ: ২•, পাদটীকা । (৩৬) মৈত্রীং কারুণ্যরত্ন-প্রমুদিতহদয়ঃ প্রেয়সীং সন্দধান: সম্যক-সম্বোধিবিদ্যাসরিষ্কমলজলক্ষালিতাজ্ঞানপক্ষ: | জিম্বা স্বঃ কামকারি-প্রভবমভিতৰং শাশ্বতীং প্রাপ শাষ্টিং স শ্রীমান লোকনাথে৷ জয়তি দশবলোহন্যশ্চ গোপালদেবঃ ॥ | -وع سسgrnatisfl, : ه 8۶ ده۹لا «هه , ده