সপ্তম পরিচ্ছেদ 3 డి জছুমান করেন যে, গোপালদেব ৭৩• হইতে ৭৪০ খৃষ্টাব্দের মধ্যে কোন সময়ে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন এবং ৮• • খৃষ্টাব্দে তাহার দেহবসান হইয়াছিল" । যে সময়ে গৌড়মগধবাসী রাষ্ট্রকূট গুর্জর প্রভৃতি পরাক্রান্ত রাজগণের আক্রমণে দীর্ণ, সে সময়ে গোপালদেব সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন বলিয়। বোধ হয় না । গোপালদেব পালবংশের প্রথম রাজা । গুর্জরেশ্বর দ্বিতীয় নাগভট ও রাষ্ট্রকুটরাজ ধ্রুবধারাবর্ষের ভীষণ আক্রমণ সহ বরিতে হইলে নব-প্রতিষ্ঠিত পালবংশের অধিকার বোধ হয় গোপালদেবের সঙ্গে সঙ্গেই শেষ হইত । তাহা হইলে গোপালদেবের পুত্র ধৰ্ম্মপাল কখনই সমগ্র আধ্যবিত্ত জয় করিয়া চক্রায়ুধকে কান্তকুন্ডের সিংহাসন প্রদান করিতে পfতেন না । শত্রুদীর্ণ নবপ্রতিষ্ঠিত রাজ্যের অধীশ্বরগণ কখনই এক পুরুষের মধ্যে মহারাজ রাজচক্ৰবৰ্ত্তী পদলাভ করিতে পারিতেন না । এই কারণে অনুমান হয় ষে, বিদেশীয় রাজগণের আক্রমণ শেষ হইলে গোপালদেব গৌড়-মগধ-বঙ্গের সিংহাসন লাভ করিয়াছিলেন ৩৮ ; গুর্জররাজ বৎসরাজ ৭৮৩ খৃষ্টাব্দে জীবিত ছিলেন বটে, কিন্তু তখন বোধ হয় তিনি ধ্রুবধারাবর্ষ কর্তৃক পরাজিত হইয়া মরুভূমিতে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । অনুমান হয়, গোপালদেব ৭৮৫-৭৯০ খৃষ্টাব্দের মধ্যে রাজা নির্বাচিত হইয়াছিলেন । তারনাথ বলিয়াছেন যে, গোপালদেব পয়তাল্লিশ বৎসরকাল রাজত্ব কয়িয়াছিলেন ৩৯ এবং ভিন্সেন্ট স্মিথ এই উক্তি সত্য বলিয়া গ্রহণ করিয়াছেন ৪° । (9%) V. A. Smith. Early Histry of India. 3rd editionpp. 397-98. (e) Memoirs of the Asiatic Society of Bengal. vol. V. P. 47 -(22) India Antiquary. Vol, IV, P. 366. (8°) W. A. Smith. Early History Of India. 3rd. edition. T”. 378, .
পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।