পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

st, বাঙ্গালার ইতিহাস । গুজর-রাজ প্রাচীন কান্তকুজ নগরে চন্দেঞ্জ-বংশজাত বৰ্ব্বর গণ্ডের পদাঘাত্ত নীরবে সহ করিয়া’ই মহোদয়ন্ত্র রক্ষায় অসমর্থ হইয়। মুসলমানের পদানত হইয়াছিলেন ১৬ । ভোজদেবের বংশধর রাজ্যপাল আত্মরক্ষার জন্তু একবার ধঙ্গের পুত্র গণ্ডের ও তাহার পরে গজনীর দিগ্বিজয়ী বীর মহমুদের শরণাগত হইয়াছিলেন। দক্ষিণাপথে প্রাচীন চালুক্য-বংশের পুনরুত্থান আরন্ধ হইয়াছিল ; মহীপাল যখন গৌড়েশ্বর, তখনই দাক্ষিণাত্যে রাষ্ট্ৰকুট-রাজ্যের লোপ হইয়াছিলঃ° । গৌড়ের পাল-রাজবংশের দুরবস্থার কথা পূৰ্ব্ব অধ্যায়েই বিবৃত হইয়াছে। এই সময়ে উত্তরাপথে কোকল্পের বংশধর গাঙ্গেয়দেব সহসী পরাক্রান্ত হইয় উঠলেন। গাঙ্গেয়দেবের পুত্র জগদ্বিজয়ী কর্ণদেব সপ্ততিবর্ষব্যাপী সুদীর্ঘ রাজ্যকালে সমগ্র ভারতবর্ষ জয় করিয়াছিলেন । তাহার শতবর্ষব্যাপী জীবন, পশ্চিমে হ্রণ-রাজ্য হইতে পূৰ্ব্বে বঙ্গরাজ্য পর্য্যস্ত, এবং উত্তরে কান্তকুজ হইতে দক্ষিণে পাণ্ড্য ও কেরল দেশ পর্য্যন্ত সমস্ত আৰ্য্যাবৰ্ত্ত ও দক্ষিণাত্য-রাজগণের সহিত বিবাদে অতিবাহিত হইয়াছিল । গাঙ্গেয় ও কর্ণদেবকে লইয়। দশম শতাব্দীর মধ্যভাগ হইতে একাদশ শতাব্দীর মধ্যভাগ শেষ পর্য্যস্ত, শত বর্ষের ইতিহাস রচিত হইয় থাকে । এই সময়ে গাঙ্গেয় ও কর্ণ ব্যতীত চোলবংশীয় রাজেন্দ্র চোল, কল্যাণের চালুক-বংশীয় দ্বিতীয় জয়সিংহ প্রভৃতি দাক্ষিণাত্য-রাজগণ উত্তরাপথ আক্রমণ করিয়াছিলেন । এই রাষ্ট্র বিপ্লবের যুগে, মহীপালদেব পিতৃরাজ্য উদ্ধার করিয়া উত্তরাপথে ষে নূতন সাম্রাজ্য-প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহাই তাহার অসামান্ত প্রতিভার অদ্বিতীয় পরিচয় । AAA BBB SAAAD DDBB S BBBBBBB BB DBBB DD ও অঙ্গ বিজয় করিয়ছিলেন? খজুৱাহে গ্রামে বিশ্বনাথ-মন্দিরে আবিষ্কৃত ধঙ্গদেবের শিলালিপি হইতে এই কথা অবগত হওয়া ষায় । এই শিলালিপি (**) V.A. Smith, Early History of India, 3rd Edition, p.383. (**) Journal of the Royal Asiatic Society, 1909, p. 278. (os) R. G. Bhandarkar's Early History of Dekkan, p. 79. (**) ক ত্বং কাংচীনৃপতিবনিত কী স্থমজ্ঞাধিপ-স্ত্রী । ক ত্বং রাঢ়, পরিবড়বন্ধু কাজগঞ্জে-পত্নী” ।