পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ *a* ৰুতরাং তিনি বলপূৰ্ব্বক তাহার রাজ্য গ্রহণ করিবেন অথবা তাহাকে হত্য করিবেন১১ । এই জন্ত মহীপাল রামপালকে শাঠ্যপ্রয়োগে বধ করিবার চেষ্ট৷ করিয়াছিলেন এবং অবশেষে তাহাকে কারারুদ্ধ করিয়াছিলেন । রামপালদেব যে সময়ে কারারুদ্ধ সেই সময়ে মহীপাল সামান্য সেনা লইয়া বিদ্রোহগণের সম্মিলিত সেনাসমূহের সহিত যুদ্ধে পরাজিত হইয় নিহত হইয়াছিলেন১২ । দ্বিতীয় মহীপালদেবের পরে দ্বিতীয় শুরপালদেব পাল-সাম্রাজ্যের অধীশ্বরক্সপে ঘোষিত হইয়াছিলেন। তখন রাজ্যচু্যত, রাজধানী হইতে তাড়িত ভ্রাতৃগণ এক স্থান হইতে অন্ত স্থানে পলায়নপর বলিয়া বোধ হয় সন্ধ্যাকরনদী শুরপালের রাজ্যপ্রাপ্তির বিশেষ উল্লেখ করেন নাই। মনহলিতে আবিষ্কৃত তাম্রশাসনে দ্বিতীয় শূরপালদেব সম্বন্ধে কথিত হইয়াছে যে, "মহেন্দ্রতুল্য মহিমান্বিত, স্কন্তুল্য প্রতাপত্রসমম্বিত, সাহসসারথী, নীতিগুণসম্পন্ন ঐশুরপাল নামক নরপাল তাহার ( দ্বিতীয় মহীপালের ) এক অকুজ ছিলেন১৩ ।” শূৰ্বপাল অন্ততঃ কয়েক দিনের জন্যও গৌড়েশ্বররুপে ঘোষিত না লইলে মদনপালের প্রশস্তিকার কখনই তঁহাকে নরপতি বলিয়া উল্লেখ করিতেন না । (১১) অন্যত্র । মায়িনাং খলানাং ধ্বনিন। অয়ং রামপাল ক্ষমোহধিকারী সৰ্ব্ব সম্মত দেবস্ত রাজ্যং গ্রহীযুতীতি সুচনয় শঙ্কিতবিপদ; মামসে হনিমুতীতি শঙ্কিতাবিপচ্চেন তন্ত ভূবোর্তওঁ,খহীপালন্ত প্ৰস্তৃতীয় বহুতরায় নিরাকৃতিপ্রযুক্তিতঃ শাঠ্যপ্রয়োগাৎ উপায়বধচেষ্টয়৷ তথা ত্বনাকারেনাপয়ে দুৰ্গতে কনিষ্ঠে ভ্রাতরি রামপালে রক্ষিতরি ভাব্যর্থে। —রামচরিত, ১।৩৭, টক । (*२) • • • • • • • • • মিলিতানস্তসামস্তচক্ৰচতুরচতুরঙ্গবলবলয়িতবহলম্যাকলরিতুরগতরণিচরণচারুভটচমুসম্ভারসংরম্ভনিভৱভয়ভীতরিক্ত-মুক্ত কুন্তলপলায়মানবিকলসকল সৈন্তেন স্বত: ক্ষয়াতিশয়মাসেফুষ সহ সহসৈব বলদ্বিপর্য্যয়কোটিকষ্টতরসমরমারভ্য নিরমজ্জত। রামাধিকারিতাং রামপালন্ত তস্মিন সময়ে নিগড়বদ্ধস্ত আধিৰ্ম্ম নিসী ব্যথা তৎকরণশীলতাং দধতি এতদগ্রে ফুটয়িস্তুতি —রামচরিত, ১৩১, টাকা ; রামচরিত, ১২৯, টাকা । (১৩) তস্তাভূক্ষ্মজো মহেন্দ্রমহিমা ক স্ক) দঃ প্রতাপশ্রিয়া মেকঃ সাহস-সারথিগুণনয়ঃ শ্ৰীশূর্পালো নৃপঃ। *şě য: স্বচ্ছন্দ-নিসগগ-বিভ্রমভরা-[ ন, ] বিভ্রং-[ ] সৰ্ব্বায়ুদ্ধ প্রাগলভেন মনঃস্থ বিস্ময়-ভয়ং সদ্যস্ততান দ্বিষাং । ১৪ - - —গৌড়লেখমালা, পৃঃ ১৫১ ৷ বাং ইতি ১ম-১৬ - ** *