পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిల్హో বাঙ্গালার ইতিহাস লক্ষ্মণাবতী হইতে যেমন লক্ষেতি হইয়াছে, সেইরূপ রামাবতী পারস্ত ভাষায় রমোতি রূপ ধারণ করিয়াছে। ভ্রমক্রমে রমোঁতি স্থানে রমরেীতি লিখিত হইয়াছে৩৬ । রামাবতী স্থাপনের পরে রামপালদেব উৎকল ও কলিঙ্গ বিজয় করিয়াছিলেন এবং উৎকল-রাজ্য নাগবংশীয় রাজগণকে প্রত্যাপণ করিয়াছিলেন ৩৭ রামপালের জনৈক সামস্ত কামরূপ বিজয় করিয়াছিলেন ৬৮। কামরূপ রাজগণ বোধ হয়, এই সময়ে ক্রমশঃ দুৰ্ব্বল হইয়া পড়িতেছিলেন, কারণ, গৌড়েশ্বরগণ বারদ্বার কামরূপ-রাজ্য জয় করিয়াছিলেন। রামপালের এবং কুমারগালের রাজত্বকালে কামরূপরাজ্য অধিকৃত হইয়াছিল । এতদ্ব্যতীত সেনবংশীয় বিজয়সেন ও লক্ষ্মণসেন এক একবার কামরূপ অধিকার করিয়াছিলেন । দ্বিতীয় শূৰ্বপালের রাজ্যক’লে বৰ্ম্মবংশীয় শু্যামলবৰ্ম্মদেব বঙ্গদেশের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন । র্তাহার পুত্র ভোজবৰ্দ্ধার তাম্রশাসনে তাহার রাজ্যকালের কোন উল্লেখযোগ্য ঘটনার বিবরণ নাই । শু্যামলবৰ্ম্ম জগদ্বিজয়মল্পের কন্য। মালব্যদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন ১৯। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থর মতানুসারে জগদ্বিজয়মল্প এবং জগদেকমল্প একই ব্যক্তি ৭০, কিন্তু এই উক্তির পক্ষে কোন বিশ্বাসযোগ্য প্রমাণ দেখিতে পাওয়া যায় না । গুমিলবৰ্ম্মার পুত্র ভোজবর্ম পিতার মৃত্যুর পরে বঙ্গদেশের অধিকার লাভ করিয়াছিলেন । ভোজবৰ্দ্ধ, তাহার পঞ্চম রাজ্যাঙ্কে পৌণ্ডভুক্তির অন্তঃপাতী অধঃপত্তনমণ্ডলে কৌশাম্বী অষ্টগচ্ছু-মণ্ডলসংবদ্ধ উপালিক বা উল্পলিকা গ্রাম, মধ্যদেশবিনিগত উত্তর রাঢ়ের সিদ্ধলগ্রামবাসী পীতাম্বরদেবশৰ্মার প্রপৌত্র, জগন্নাথ দেবশৰ্ম্মার পৌত্র, বিশ্বরূপ দেবশৰ্মার পুত্র, শাস্ত্যাগারাধিকৃত (*) Ain-i Akbari ( Jarrett's Trans, ) vol. II, p. 131. (৬৭) ভবভূষণসন্ততিভূবমহুজগ্রাহজিতমুংকলহং য । জগবতিস্ম সমস্তং কলিঙ্গতস্তান নিশাচরান নিয়ন । রামচরিত, ৩৪৫ । (৬৮) তস্তজিতকামরূপাদিবিষয়বিনিবৃত্ত মানসম্পন্ত । মহিমানমায়নৰূপে যতমানন্ত প্রজাভিরক্ষার্থম । —রামচরিত, st৪৭ ৷ (৬৯) ভস্ত মালব্যদেব্যাসী কন্যা ত্ৰৈলোক্যস্বন্দরী। - सङ्गश्रछिम्नबझछ :दछग्नसौँ भद्दत्वोच्छदः । ' -Journal of the Asiatic Society of Bengal, New Series, vol. X, p. 170. - {१.,क्नब चाडीइ रेडिशन (ब्रांबनाक७), भूः २४० ।।