পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ পরিচ্ছেদ : ፃፃ তাহার রণদক্ষ হস্তিসমূহের গর্ব করিতেন। তিনি যুদ্ধক্ষেত্রে হস্তিপৃষ্ঠে বসরা শরাঘাতে নিহত হইয়াছিলেন এবং তাহার ছিন্ন শীর্ষ শূলবিন্ধ হইয়া রাজসকাশে নীত হইয়াছিল ”১ • । মুসলমান ঐতিহাসিকগণ জয়চ্চন্ত্রের মৃত্যুর বিবরণ লিপিবদ্ধ কৰিয়া গহণ্ড-বাল-রাজ্যের ইতিহাস শেষ করিয়াছেন । জয়চ্চন্দ্রের পরে কান্তকুঞ্জের অন্ত কোন গাহডবাল-বংশীয় রাজার অস্তিত্বের কথা উহাদের গ্রন্থে দেখিতে পাওয়া যায় না। একখানি শিলালিপি এবং নবাবিষ্কৃত একখানি তাম্রশাসন হইতে জয়চ্চন্দ্রের পুত্র কান্তকুক্ত-রাজ হরিশ্চন্দ্রের অস্তিত্ত্বের কথা অবগত হওয়া যায়। হরিশ্চন্দ্র নামক জয়ক্ষন্ত্রের এক পুত্রের অস্তিত্বের কথা জয়চ্চন্দ্রেরই দুইখানি তাম্রশাসনে দেখিতে পাওয়া যায়। ১৮৯২ খৃস্টাব্দে বারাণসীতে বরণসঙ্গমের নিকটে কমৌলি গ্রামে একবিংশতি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছিল, তন্মধ্যে কামরূপ-রাজ বৈদ্যদেবের তাম্রশাসন অন্যতম । ইহার মধ্যে একখানি তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, ১২৩২ বিক্রমাব্দে ভাদ্র বদি অষ্টমীতে রবিবারে রাজপুত্র শ্ৰীহরিশ্চন্দ্রদেবের জাতকৰ্ম্ম উপলক্ষে রাজপুরোহিত প্রহরাজশৰ্মা একখানি গ্রাম লাভ করিয়াছিলেন১১ । ডাক্তার কিগহর্ণের গণনাকুসারে ১১৭৫ খৃষ্টাব্দের ১০ই আগস্ট তারিখে জয়চ্চন্দ্রদেবের পুত্র হরিশ্চন্দ্রদেৰ জন্মগ্রহণ করিয়াছিলেন১২ । ১৮৩৯ খৃষ্টাব্দে কাশীজেলায় সিহবর গ্রামে একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছিল । ইহা হইতে অবগত হওয়া যায় যে, ১২৩২ বিক্রমাজে ভাঞ্জ-মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে রবিবারে জয়চ্চন্দ্র বারাণসীতে গঙ্গাস্বান করিয়া রাজপুত্ৰ শ্ৰীহরিশ্চন্দ্রদেবের নামকরণোপলক্ষে একখানি গ্রাম দান করিয়াছিলেন১৩ । ডাক্তার কিলহর্ণের গণনাকুসারে ১১৭৫ খৃষ্টাব্দে হরিশ্চন্দ্রের জন্ম হইয়াছিল ৪ ; ৫৯• হিজিরাব্দে মহারাজ জয়চ্চন্দ্রের মৃত্যু হইয়া ছিল । ৫৯• হিজিরাক ১১৯৩ খৃষ্টাব্দের ২৭শে ডিসেম্বর আরম্ভ হইয়া ১১৯৪ খৃষ্টাব্দের ১৫ই ডিসেম্বর শেষ হইয়াছিল ১৫ । অতএব পিতার মৃত্যুকালে হরিশ্চন্দ্রদেবের বয়স মাত্র অষ্টাদশ বর্ষ হইয়াছিল। অষ্টাদশবৰীয় যুবক কিরূপে (**) Elliot's History of India. vol. II, p. 223. (ss) Epigaphia Indica, vol. IV, p. 127, * (**) Ibid, vol. V, App. p. 24, No. 164. (**) Indian Antiquary, vol. XVIII, p. 131, (*8) Epigraphia Indica, vol. V, App. p. 24. No, 164.