পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀերՑ বাঙ্গালার ইতিহাস রাজবংর দ্বন্দ্বকালে গোবিন্দপালদেব বোধ হয় নানা স্থান হইতে তাড়িত হইয়া অবশেষে মুসলমানগণের হস্তে জীবন বিসর্জন দিয়াছিলেন । t সুলতান মহম্মদ-বিন্‌-সাম্ কর্তৃক জয়চ্চন্দ্র পরাজিত ও নিহত হইলে কান্তকুঞ্জরাজ্য মুসলমান সেনাপতিগণের মধ্যে বিভক্ত হইয়াছিল। ইউরোপের মধ্যযুগের ইতিহাসে যেরূপ ফিউণ্ডাল (feudal) প্রথা প্রচলিত ছিল, নববিজিত রাজ্যে গোরীয় স্বলতানগণ সেইরূপ প্রথাই-প্রচলিত করিয়াছিলেন। কোন নূতন হিন্দুরাজ্য বিজিত হইলে স্বলতান পূর্বতল ভূম্যাধিকারিগণকে অধিকারচ্যুত করিয়া তাহাদিগের পরিবর্তে বিশ্বস্ত সেনা-নায়কগণকে ভূমি প্রদান করিতেন। মিনহাজ-উস্-সিরাজের বর্ণনাছসারে গৌড়-মগধ-বিজেতা মহম্মদ-ই-বখতিয়ার গোর-উপত্যকার অধিবাসী ছিলেন । সুলতান মহম্মদ কর্তৃক চৌহান ও গাহভবাল-রাজ্য বিজিত হইলে তিনি অর্থোপার্জনের চেষ্টায় জন্মভূমি পরিত্যাগ করিয়াছিলেন। মহম্মদ ভারতবর্ষে আসিয়া অযোধ্যা বা আউধের নূতন ভূম্যাধিকারী মালিক হুসামউদ্দীন আগলাকের অধীনে সেনাদলে প্রবিষ্ট হইয়াছিলেনঃ • । তিনি গাহুডবাল-রাজ্যের একাংশ জায়গীরস্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন এবং জায়গীর হইতে সেনা লইয়া চতুর্দিকের গ্রাম ও নগর-সমূহ লুণ্ঠন করিতেন। মিনহাজ, লিপিবদ্ধ করিয়াছেন যে, এই সময়ে মহম্মদ বর্তমান পাটনার নিকটবৰ্ত্তী মনের এবং বিহার নগর পর্য্যন্ত লুণ্ঠন করিতে আসিতেন ৪১ ৷ গাহডবাল-বংশের ক্ষমতার হ্রাল হইলে গোবিন্দপালদেব বোধ হয়, মগধের পূর্বভাগে উদ্ধগুপুর, নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র নগরের অধিপতি ছিলেন। পূর্বে সেন-বংশজ লক্ষ্মণসেনের পুত্ৰগণের সহিত র্তাহার প্রীতিবন্ধন ছিল না, স্বতরাং মহম্মদ-ই-বখতিয়ারের অত্যাচার নিবারণ করা তাহার পক্ষে সম্ভব ছিল না। মহম্মদ-ই-বখতিয়ার লুণ্ঠন-লব্ধ অর্থে নূতন সেনাদল গঠন করিয়া যখন গোবিন্দপালের রাজধানী আক্রমণ করিলেন, তখন মুষ্টিমেয় সেনা লইয়া নগর-রক্ষা মগধ-রাজের পক্ষে অসম্ভব দেখিয়া সংসারত্যাগী বৌদ্ধ-ভিক্ষুগণ (**) V. A. Smith's Early History of India, 3rd Edition, p. 403. (ev) Ibid, p.401. (৩৯) বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্তকাও, পৃঃ ২১৩ এবং ৩২৩ । (8°) Tabaqat-i.Nasiri, (Trans, by Raverty) p. 549. (83) Ibid, p. 550.