পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) দ্বিতীয় ভাগ.djvu/১০৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

নবাগত ইংরেজী ও অন্যান্য বিদেশী শব্দ '. (Cut-এর u, cat-এর a, f, v, w', ॥ প্রভৃতির প্রতিবর্ণ বাংলায় নাই। অল্প কয়েকটি নূতন অক্ষর বা চিহ্ন বাংলা লিপিতে প্রবর্তিত কৰিলে মােটামুটি কাজ চলিতে পারে। বিদেশী শব্দের বাংলা বানান যথাসম্ভব উচ্চারণসূচক হওয়া উচিত, কিন্তু নুতন অক্ষর বা চিহ্নের বাহুল্য বর্জনীয়। এক ভাষার উচ্চারণ অন্য ভাষার লিপিতে যথাযথ প্রকাশ করা অসম্ভব। নবাগত বিদেশী শব্দের শুদ্ধ রক্ষার জন্য অধিক আয়াসের প্রয়ােজন নাই, কাছাকাছি বাংলা রূপ হইলেই লেখার কাজ চলিবে। যে সকল বিদেশী শব্দের বিকৃত উচ্চারণ ও তদনুযায়ী বানান বাংলায় চলিয়া গিয়াছে সে সকল শব্দের প্রচলিত বানাই বজায় থাকিবে, যথা-কলেজ, টেবিল, বাইসিকেল, সেকেণ্ড'। ১৩। বিবৃত অ (cut-এর ॥) : মূল শব্দে যদি বিবৃত অ থাকে তবে বাংলা বানানে আদ্য অক্ষরে আ-কার এবং মধ্য অক্ষরে অকার বিধেয়, যথ (clu), বাস (৯), বলব, (loul), সার (vir), থার্ড ('hird ), বাজেট (lvulgct), দামণি (German ), কাটলেট, (entler ), 1147 ( circu» ), (*1* ( focus ). cafuma (radium) *4*** (phosphorus), feratura (llerodotas ) ১৪। বক্র অ (বা বিকৃত এ। cat-এর a) মূল শব্দে বক্র অা থাকিলে বাংলায় আদিতে মা এর মধ্যে বিধেয়, যথা-'অ্যাসিড (acil), হাট (htal)'। এইরূপ বানানে ‘'-কে য ফল + আ-কার মনে না করিয়া একটি বিশেষ স্বরবর্ণের চিহ্ন জ্ঞান করা যাইতে পারে, যেমন হিনীতে এই উদ্দেশ্যে ঐ-কার চলিতেছে ( at=)। নাগরী লিপিতে যেমন অক্ষরে ও-কার যােগ করিয়া ও ( স্ম) হয়, সেইরূপ বাংলায় অ্যা হইতে পারে। মূল শব্দের উচ্চারণে যদি ঈ উ থাকে তবে বাংলা বানানে ঈ উ বিধেয়, যথা- সীল (sea), ঈষ্ট (east), উষ্টার (woet's ter), পল (spool)'। | { ও ৮ ব্যানে যথাক্রমে + ভ বিধেয়, যথা- ফুট (foot), ভোট (vote)'। যদি মুল শব্দে •এর উচ্চারণ। তুল্য হয়, তবে বাংলা বানানে ফ হইবে, যথা-ফন (\ce"। ১৭। w | » স্থানে প্রচলিত রীতি-অনুসারে উ বা ও বিধেয়, যথা-উইলসন (Wilson), উড ( word ), ওয়ে (way)'। | নবাগত বিদেশী শব্দে অনর্থক র প্রয়ােগ বর্জণীয়। মেয়র, চেয়ার, রেভিরম, সােয়েটর' প্রভৃতি বানান চলিতে পারে, কারণ য় লিখিলেও উচ্চারণ বিকৃত হয় না। কিন্তু উ-কার বা ও-কারের পর অকারণে, যা, গে লেখা অনুচিত। এডােয়ার্ড, ওয়ায়-ও মা লিখিয়া ‘ড় ওআর্ড, ওর বও' লেখা উচিত। 'হার্ডওয়ার’ (hardware) বানানে দোষ নাই। ১৯। s sh ১০ সংখ্যক নিয়ম এষ্ট্য। ২০। st | মাগত বিদেশী শলে st স্থানে নূতন সংযুক্ত বর্ণ সট বিধেয়, যথা-স্টোভ ( stove)'। ২১। z । নে ৰা ও বিধেয়। ২২। হস্-চিহ্ন ৪ সংখ্যক নিয়ম অষ্টব্য।