পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) প্রথম ভাগ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূমিকা
১৩

উৎপত্তি, বিকাশ, ও পরিণতির অবস্থায় শব্দের ব্যাকরণসঙ্গত বা অনিয়মসিদ্ধ অজ্ঞাতমূলক পাঠভেদ ও রূপান্তর-প্রকটনও অভিধানের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। ভূমিকার অন্তর্গত আক্ষরিক বিন্যাস ও পাঠ নির্দ্দেশাদিতে উল্লিখিত উপায়গুলি অবলম্বন করায় দ্বিতীয় সংস্করণের অভিনবত্বহেতু ইহা কার্য্যতঃ প্রথম সংস্করণের প্রকৃতিগত বলিয়াই বিবেচ্য। প্রথম সংস্করণ-সুলভ যে সকল ত্রুটিবিচ্যুতি আমার ন্যায় স্বল্পশক্তি, অল্পজ্ঞান ও ক্ষীণ-সাধনা ব্যক্তির কার্য্যে অজ্ঞাতসারে এবং অজ্ঞতাবশতঃ দৃষ্টিবহির্ভূত বা প্রচ্ছন্নভাবে থাকিয়া পরবর্ত্তী সংস্করণে নিরসনযোগ্য হইয়া রহিল, ভবিষ্যতে তৎপ্রতি দৃষ্টি পতিত হইলেই সংশোধন করিবার জন্য সর্ব্বদা প্রস্তুত থাকিব। পরবর্ত্তী সংস্করণ করিবার জন্য রোগজর্জ্জরিত দেহে বর্ত্তমান সঙ্কলনকার ও সম্পাদকের জীবিত না থাকার সম্ভাবনাই অধিক, কিন্তু যিনি বা যাঁহারা তাহা করিবেন, ভ্রমপ্রমাদদর্শী সহৃদয় সাহিত্যানুরাগী মাত্রই যে তজ্জন্য সঙ্কলন-ও-সম্পাদন-কর্ত্তার অশেষ কৃতজ্ঞতাভাজন হইবেন, তাহা বলাই বাহুল্য। কারণ, অভিধানের ন্যায় সর্ব্বজন প্রয়োজনীয় গ্রন্থ সম্পূর্ণ নির্ভুল করিবার বাসনা ও প্রচেষ্টাই অভিধানকারের প্রধান কর্ম্ম ও শ্রেষ্ঠ ধর্ম্ম।

 বাঙ্গালা ভাষার অভিধানের প্রথম সংস্করণ নিঃশেষিত হইবার পর দ্বিতীয় সংস্করণ বাহির করিতে এত অধিক বিলম্ব হইবার জন্য কৈফিয়ৎ আবশ্যক। ইহার প্রধান কারণ সাংসারিক দুর্ঘটনা পরম্পরার ফলে এরূপ-দীর্ঘকালোপযোগী ও শ্রমসাধ্য কার্য্যে অনন্যকর্ম্মা হইয়া পাণ্ডুলিপি প্রস্তুত করিবার সুযোগাভাব। অন্যান্য কারণের মধ্যে এলাহাবাদ ইণ্ডিয়ান প্রেসের জন্য ইংরেজী হইতে ইংরেজী ও হিন্দী বৃহৎ অভিধান সঙ্কলন ও সম্পাদন এবং “ছাত্রপাঠ” ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ভাগ, “শিক্ষা ও সাহিত্য” এবং “সাহিত্য প্রবেশিকা” নামে ছয়খানি স্কুলপাঠ্য এবং আরও দুই একখানি পুস্তক প্রণয়ন ও উক্ত ইংরেজী-ইংরেজী-হিন্দী অভিধান সমাপ্ত করিয়া তাহার প্রুফ সংশোধনের প্রারম্ভকালে পুরাতন ডায়াবিটিস (Diabetes)-এর ভয়াবহ বৃদ্ধিই তাহার অব্যবহিত কারণ; যাহার ফলে অনতিবিলম্বে সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার জন্য প্রবাস ত্যাগ করিয়া দেশে (কলিকাতায়) ফিরিতে বাধ্য হই। কিন্তু বিশ্রামের ফাঁকে বাঙ্গালা ভাষার অভিধানের দ্বিতীয় সংস্করণের জন্য প্রাচীন, মধ্য ও আধুনিক সাহিত্য হইতে শব্দ ও উপকরণাদি সংগ্রহরূপ লঘুতর কার্য্যে আংশিক ব্যাপৃত থাকি। কিছুকাল চিকিৎসার পর অপেক্ষাকৃত কার্য্যক্ষম বোধ করিয়া এবং রোগের কথঞ্চিৎ উপশমে ভরসা পাইয়া দ্বিতীয় সংস্করণের পাণ্ডুলিপি প্রস্তুত করিতে থাকি। ১৯৩২ অব্দের প্রারম্ভে পাণ্ডুলিপি মুদ্রণের জন্য প্রেসে অর্পিত হয়, কিন্তু কয়েক মাস মাত্র প্রুফসংশোধন, শব্দসংঙ্কলন ও সম্পাদন এক সঙ্গে চালাইবার পর রোগের পুনরাবির্ভাব হইলে, শরীর দুর্ব্বল হইতে থাকে এবং জুলাই মাসের শেষে স্কন্ধে ও ঘাড়ে ব্রণ দেখা দেয়। কয়েক দিনের মধ্যে সেই ব্রণ সংখ্যায় বাড়িয়া ও বহুমুখ হইয়া ভীষণ দুষ্টব্রণে (Carbuncle) পরিণত হয়। ১৯৩২ সালের ৮ই আগষ্ট, প্রবল জ্বরে শয্যাগত হই এবং সংজ্ঞাহীন