পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) প্রথম ভাগ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
ভূমিকা

অবস্থায় পরদিন হইতে কলিকাতায় চিকিৎসাধীন থাকি। অর্দ্ধাধিক বৎসর শয্যাগত থাকিয়া ধীরবুদ্ধি বৈজ্ঞানিক ও সুভিষক্ ডাঃ এন্ এন্‌ দাশ, এম-এস্-সি, এম-বি, মহাশয়দ্বারা চিকিৎসিত এবং সাতটি অস্ত্রোপচারের অধীন থাকিয়া ক্ষত আরোগ্য হইবার মুখে তাঁহারই পরামর্শে আরও কয়েকমাস বায়ু পরিবর্ত্তনের জন্য বৈদ্যনাথধামের তিন মাইল দূরে কুণ্ডা নামক স্থানে অতিবাহিত করিয়া দেশে প্রত্যাবর্ত্তন করি। প্রবাসে আমার সম্পূর্ণ বিশ্রাম লইবার কালে কার্য্য কিঞ্চিৎ অগ্রসর করিয়া রাখিবার অত্যাগ্রহে নিউ আর্টিস্‌টিক প্রেসের স্বত্বাধিকারী মহাশয় ক বর্গের যে কয় ফর্ম্মা মুদ্রিত করাইয়াছিলেন তাহাতে এমন কতিপয় ভ্রমপ্রমাদ দৃষ্টিগোচর হয়, যে ১৯৩৪ অব্দের জানুয়ারী হইতে আর অধিক বিশ্রাম না লইয়া কার্য্যে পুনরায় যোগদান করিতে বাধ্য হই। ভ্রমগুলি পরে সংশোধিত হইয়া পুনর্মুদ্রিত হয়। এক্ষণে পূর্ব্ববৎ ১৬।১৭ ঘণ্টা পরিশ্রম করিবার শক্তি নষ্ট হইয়াছে, তৎস্থলে ৯।১০ ঘণ্টাই যথেষ্ট মনে হয়। বর্ত্তমানে আবার নূতন উপসর্গ, মাথায় রক্তের উচ্চ চাপ (High Blood Pressure) দেখা দিয়াছে। কিন্তু অভিধানের মুদ্রণ সমাপ্ত-প্রায় হইয়া আসায়, সমাপ্তি-পর্য্যন্ত চিকিৎসকদিগের পরামর্শ সত্ত্বেও সম্পূর্ণ বিশ্রাম করিতে পারি নাই। যাহা হউক প্রাণসঙ্কট রোগ ও ভীষণ অস্ত্রচিকিৎসার হস্ত হইতে মুক্তিলাভ করিয়াও বার্দ্ধক্যজনিত স্বাভাবিক ক্ষীণতা (Senile decay) ও শক্তিক্ষয়কারী যাপ্যরোগের বর্ত্তমান অবস্থায় পঙ্গুর গিরিলঙ্ঘনের ন্যায় আরব্ধ কার্য্য যে সমাপ্ত করিতে পারিব, তাহার আশাই ছিল না এবং সে সম্ভাবনাও মনে উদয় হয় নাই। কিন্তু মঙ্গলময় পরমেশ্বরের অপার করুণায় তাহাও সম্ভব হইল। তাঁহার অভয় চরণে বার বার প্রণিপাত করি। যাঁহার সুচিকিৎসায়, লঘুহস্ত অস্ত্রোপচারগুণে এবং অনন্যসাধারণ চেষ্টা ও যত্নে পুরাতন ডায়াবিটিশ সহ অতিভীষণ দুষ্টব্রণ ও একাধিক সাইনাস বা নালি ঘা (Sinus)র আক্রমণ হইতে রক্ষা পাই, সেই সুচিকিৎসক ডাঃ নগেন্দ্র বাবুকে, এবং আমার স্নেহাস্পদা দৌহিত্রীপ্রমুখ যাঁহারা মাসের পর মাস দিবারাত্রি অক্লান্ত পরিশ্রমে ও প্রাণপণ-যত্নে আমার সেবা করিয়াছিলেন, তাঁহাদিগকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও স্নেহাশীর্ব্বাদ জ্ঞাপন করিতেছি। আমার প্রাণসঙ্কট অবস্থায় রোগশয্যাপার্শ্বে যাঁহারা কৃপাপূর্ব্বক দর্শন দিয়াছিলেন, আমার সেই শ্রদ্ধাস্পদ বন্ধুগণ ও যাঁহারা প্রবাস হইতে পত্রযোগে তত্ত্ব লইতেন এবং যে সকল সংবাদ ও সাময়িক বাঙ্গালা, হিন্দী ও ইংরেজী পত্র-পত্রিকাদি সদয় সহানুভূতি ও শুভেচ্ছা জ্ঞাপন করিয়াছিলেন, তাঁহাদের সহৃদয়ত। এবং আশীর্ব্বাদ কৃতজ্ঞ হৃদয়ে ও নতমস্তকে ধারণ করিয়া এই বহু বাধাপ্রাপ্ত “বাঙ্গালা ভাষার অভিধানের” দ্বিতীয় সংস্করণ সমাপ্তিতে এক্ষণে কর্ত্তব্যের দায়িত্ব হইতে মুক্ত ও কৃতকৃতার্থ বোধ করিতেছি। এলাহাবাদ ইণ্ডিয়ান প্রেসের বর্তমান স্বত্ত্বাধিকারী ও কর্ম্মাধ্যক্ষ শ্রীযুক্ত হরিকেশব ঘোষ ও শ্রীযুক্ত হরিপ্রসন্ন ঘোষ ভ্রাতৃদ্বয় এই দ্বিতীয় সংস্করণ সমাপ্ত দেখিবার বিশেষ আগ্রহ সত্তেও আমার রোগ মুক্তির জন্য এবং কর্ম্মক্ষম হইয়া অভিধান সমাপ্তি-কার্য্যে পুনঃ প্রবৃত্ত হওয়া