জিন্দা ৮৫৮ বুঝি গেল ওই আমাদের নিতান্তই দেশের জিনিস!" ২ [পদার্থবিজ্ঞানে] জড়পদার্থের ধর্ম্মবিঃ। “যে ধর্ম্ম থাকায় জড়পদার্থের বেগ উৎপাদনে বল লাগে সেই ধর্ম্মের নাম জিনিস" - ত্রিবেদী। ~পত্র-বি,দ্রব্যসমূহ; বস্তুসকল। জিন্দা [ফাo] - বিণ, জীবিত; জীবন্ত;প্রাণবান্। ~পীর। পীর-জীবিতপীর;সিদ্ধপুরুষ।” যখন রক্ষক পাশ কহিতে লাগিল তুমি একা জিন্দাপীর মহাভাগ্যবান।” - চৈo চo। জিন্দিগি [ফা. জিন্দিগী] বি,জীবন;জীবিতকাল। ~ভোর-অ, সারাজীবন। জিন্যা [জিনা (দ্রঃ) > জিনিয়া >] অস-ফ্রি, জিতিয়া;জয় করিয়া। “গড় জিন্যা গৌড় ধাই" -ধর্ম.ম.(গোবিন্দ বন্দ্যো. ),খৃঃ ১৫শ শতাব্দী। জিব [জিহ্বা >] বি., রসনা;জিভ। “জিব কাটে আধা কথা কয়েক লাজ পেয়ে।”-কুঙ্কুম। জি.কাটা -লজ্জ্বায় বা অপ্রতিভ হইয়া দন্ত দ্বারা কালী ঠাকুরের মতো জিভ চাপিয়া ধরা। জি.চোকানি - ছুরী ই.শানাইবার অনুকরণে ঠোঁটে জিহ্বা ঘর্ষণ;আহার লোলুপ হওয়া। ~ছোলা-বি, জিহ্বা পরিস্কার করিবার জন্য পিত্তলাদি ধাতু নির্ম্মিত যত্রফলক বিঃ। জি.দেওয়া - জিহ্বা স্পর্শ দ্বারা এঁটো করা। জি.বাহির করা-লজায় জিব কাটা। ২ জিব দেখাইয়া ভেংচান। ৩ কষ্টে এইরূপ করা। জি. বাহির হইয়া পড়া - গলা টিপিলে জিহ্বা মুখ হইতে বাহির হইয়া পড়ে;ইহা কষ্টে মৃত্যু হইবার লক্ষণ। ২[লক্ষণ] কঠিন কার্য্য সম্পাদন প্রাণান্তকর ক্লেশ পাওয়া। জি. সেলাই করিয়া দেওয়া - কথা কহিতে না দেওয়ার ভয় দেখান। আলজিব - রসনা পশ্চাতস্থ তালুদেশস্থ ক্ষুদ্র জিহ্বা।
জিবিয়া, জিবে [জিব+ইয়া] বিণ, জিহ্বা সন্মন্ধীয়;২ জিহ্বা সদৃশ। জিবে গজা - জিহ্বাকৃতি গজার পাকমিষ্টান্ন। “কত জিনিস আনলেন ঘরে খাজা গজা জিবেগজা তোমার তরে।” - গোপাল উড়ে।
বল বল বলুন বেলা ব্যাখ্যা অতি এত যুদ্ধক্ষয়। জিব্রা, জেব্রা[ইং zebraয় লিপ্যন্তর] বি,ঘোটক ও গর্দ্দভের মধ্যবর্তী সর্বাঙ্গে ডোরা কাটা অতি দ্রুতগামী পশুবিঃ। জিম, জিমহু [প্রা-বাং। তুল-ঠেঠ হি.-জিমি, জেমা, জেমা, জেমে, যেম, যেমত, যেমতি (দ্রঃ)] অ, যেমন; যথা, “উদক চাদ্দ জিম লাচ ন মিচ্ছা।” -বৌ० গান ও দো.। জিম-তিম-যেমন তেমন। “জিম বাহিরে তিম অব্ তত্তরু (=অভ্যন্তর)” - বৌ. গান ও দো.। জিমনাষ্টিক [গ্রা. জিবনাস্টিক। {ইং gymnastic এর লিপ্যন্তর }] বি, য়ুরোপীয় প্রথায় বিবিধ কৌশলযুক্ত ব্যায়াম। জিন্মা [গ্রাম.-জেন্মা >] বি,ন্যাস;সংরক্ষণ। ২ আয়ত্ত;অধিকার। >] “তোর জিন্মা মোর পুরি, বিদ্যার মন্দিরে চুরি, কি কহিব কহিতে সরম।”-ভারত.। “ভাঁড়ার জিন্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরার। “ - রা. প্র.। জিয়ন্ত [ সঃ- জিব্বক্ত >] বিণ,সজীব; জীবিত। জিয়ল-বি, ঘনরস বৃক্ষবিঃ; জিওল (দ্রঃ)। ২ [প্রা•] মৎস্তবিঃ;সিঙ্গি মৎস্ত। জিয়া,জীয়া [জীব >। হি.- জীনা। - জিই. জি। জিঅ, জি(জিও), জি(জী)য়ে;জিয়িতে জিইতে(ক্ষে.জীতে);জিইয়া (ক্ষে. জি(জী)য়া, জি(জী)য়ে। ণিজন্ত, জি(জী)য়ান] ক্রি, বাঁচা। জিয়াদা [আ. -জিয়াদা, জায়দ্=আধিক্য ]বিণ, প্রচুর; অনেক; অত্যধিক। “অথবা স্বাধীন হয়ে ওকালতি পাশ লয়ে খোশামুদি জুয়াচুরি শিখিছে জিয়াদা।” - বঙ্কিম (গদ্য. পদ্য.)। জিয়ান [জিয়. নোও। জীব+আন (যা জীবন্ত করা বা রাখা হইয়াছে)] বিণ, জীবন্ত করিয়া রক্ষিত;জীয়াইয়া রাখা;বাঁচাইয়া রাখা। জিয়াপুত, -পুতা, -পুতি,-পোতা, জী- [সঃ. পুত্রঞ্জীব >]বি, পুত্রঞ্জীব বৃক্ষ, putranjiva roxburghii। জিয়াপুতি, জীয়াপুতী [সং. পুত্রঞ্জীব >গ্রা.]বিণ,যে মৃতবৎস্যা নয়;যে স্ত্রীর সন্তান তার জীবীতকালে মরে নাই;জেঁচপোয়াতী। জিরজির [সং-জর্জ্জর>]অ. অতি শীর্ণ;কঙ্কালসার। “হাড় জিরজির গায়ে ধুলা অই যে আমার ছেলেগুলা, তোমার মতো সোণার চাঁদে ওদিগে দেখাই;" - বিজয় মজুমদার। জিরন্দাজ [গ্রা.-জিরেন্দান< ফা-জিরন্দাজ] বি,হুঁকা বসাইবার বৈঠকের মুখে যে চিত্রিত বস্ত্র ঢাকা দেওয়া হয়। জিরাৎ, জরাত [আ. জরাআৎ, জিরাআৎ> বাঃ.র. গ্রা. ব্যবহারে 'জরারত' ও.]বই, জমিজরাৎ;জমিজিরাৎ;ঘাসের জমি;কৃষিক্ষেত্র। বাং-র 'জমি' শব্দের সহিতই ব্যবহৃত হয়। “বুড়া হরিশ মণ্ডল যখন বাড়ি-ঘর জমি-জিরাৎ দেনা-পাওনা কিছুই বুঝাইয়া না দিয়া"-জলধর সেন। “সে অর্থ সঞ্চয় করিয়াছে জমিজিরাৎ করিয়াছে। -ঐ। বিণ, জিরাতি [ত্রিপুরা অঞ্চলে জিরাতিয়ান] -চাষের উপযোগী;চাষের বন্দোবস্ত করিয়া দেওয়া এমন। প্র -জিরাতি জমি। জি.প্রজা। জিরনি১ [আ.-জিরিআন,-জররান =বহমান হওয়া;>(লক্ষ.)চেষ্টারহিত অবস্থায় গা ঢালিয়া দেওয়া;অথবা জুড়ান (দ্র.)>। জিরাই, জিরাও, জিরায়;জিরাইতে (ক্ষে. জিরাতে);জিরাইয়া (ক্ষে.জিরিয়ে ই.)] বি,ক্লান্তি দূর করা;বিশ্রাম করা। “প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা নামাও ক্ষণেক জিরাই।” - রা.প্র.। জিরান ২ [ জিরান ১ দ্রঃ] পরিশ্রমের পর ক্লান্তি দূর করন;বিশ্রাম। ২ অবকাশ;অবসর। প্র-কাজের একটু জিরান নাই। মাঝে মাঝে একটু একটু জিরান দিতে হয়। ~কাট বি,খেজুর গাছ। ৩ দিন কাটিয়া রস লইয়া আবার ৩ দিন কাটা বন্ধ রাখে; বিশ্রামের পর ১ম দিনের কাটাকে জিরানকাট বলে। জি. কাটের রস -জিরান দিয়া কাটা তাল খেজুরাদি গাছের রস।