পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১০৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাদে প্রাদেশিক ( ) ( প্রদেশ+ইক (ভৰার্থে, সম্বন্ধার্থে—ইকণ, ) ] বিণ, প্রদেশজাত প্রদেশোৎপন্ন। ২। প্রদেশ সম্বন্ধীয়। ৩ । প্রদেশগত । প্রাদেশিকত [ প্রাদেশিক দ্র: ] বি, কথিত ভাষায় প্রদেশভেদজাত বিকার ; কথিত ভাষা একদেশীয় হইয়াও সেই দেশের ভিন্ন ভিন্ন প্রদেশে বা একজাতীয় হইয়াও সেই জাতির বিভিন্ন সমাজে কখনভঙ্গী বা উচ্চারণাদি ভেদে তারতম্যগত এবং ভাষাগুরের সংস্ৰব cश्टू रिकांब्रयांक्ष श्ल, cमई रिकॉम ब তারতম্যকে প্রাদেশিকতা ( provincialism ) ৰলে । বঙ্গভাষায় প্রাদেশিকতার বহু নিদশন আছে তন্মধ্যে ৪টা প্রাদেশিক বোলি বা বুলিই প্রধাণ। যথা—উত্তর প্রাদেশিক, যাহা পশ্চিম দিকে বিহানী ও মৈথিল এবং পূর্বদিকে অসমীয় ভাষার মিশ্রণে বিকৃত: দক্ষিণ পূর্ণ প্রাদেশিক যাহা আরাকাণি সংস্রবে চট্টলে এবং দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর অঞ্চলে ওড়িয়া সংস্রবে বিকারপ্রাপ্ত ; পুর্বপ্রাদেশিক যাহার অপর নাম ‘বাঙ্গাল' এবং যাহার কেন্দ্রস্থল 'ঢাক' : এবং দক্ষিণপ্রাদেশিক, যাহা বহুলাংশে রাজধানী কলিকাতা ও তদঞ্চলে কথিত ভাষার অনুরূপ । সাহিত্যের ভাষার উপর এই প্রাদেশিক ভাষার প্রভাব অধিক । এই প্রদেশবাসী লেখকের সংখ্যাও সমধিক । বঙ্গের অষ্ঠাষ্ঠ প্রদেশবাসী লেখকগণ ইহার অধিক অনুসরণ করেন। ইহা ব্যতীত শ্ৰীহটিয়া, রাঢ়ী ( যাহা দক্ষিণ বিহারী সংস্রবে বিকারপ্রাপ্ত ) প্রভৃতি আরও কয়েকটা প্রাদেশিক বোলি আছে বাঙ্গাল শব্দকোষ প্রণেতা শ্ৰীযুক্ত যোগেশ্চন্দ্র বিদ্যানিধি মহাশয় ইহাকেই “ভাখা” নামে অভিহিত করিয়াছেন । প্রাদোষিক ( ) ( প্রদোষ+ইক (ভবার্থে —ইক৭ ) ] বিণ. প্রদোৎকালোৎন্ন ; প্রদোষজাত ; সায়ংকালীন । প্রাধা—বি, স্ত্রী, দক্ষতনয় ; কঙ্গাপপত্নীবিশেষ । প্রাধান্ত ( প্রাধাপ্প ) { প্রধান +য ( ভাবে— ঘ৭, ) ] ৰি, প্লী, প্রধানত : শ্রেষ্ঠত : উৎ কর্ষতা । ২। প্রভুত্ব । ৩। প্রাবল্য। প্রান্ত [ প্র-অস্ত (শেষ ) ] বি, পুং, শেষসীমা ; অন্তভাগ। . প্রাস্তবস্ত্রী (প্রান্তাবোর্তা ) ( প্রান্তৰ্বিন শব্দ ১ম, ১ব ] বিণ, শেষ সীমাস্থিত ; প্রান্তভাগে অবস্থিত । প্রান্তভিত্তি ( প্রান্ত-ভিত্তি, ৬তৎ ] বি, পার্থ প্রাচীর। প্র—“প্রাস্তভিত্তি পরিবৃত হ’ল ধরে থরে ” “সেই সব প্রান্তভিত্তি ধূলিধূসরিত।”—রামায়ণ ( রাজ) । প্রান্তর ( ) { প্র ( প্রকৃষ্ট) অন্তর ( ব্যবধান ) যেখানে ৰং ] বি, প্লী, ছায়া জলাদি শূন্ত eషిe প্রদেশ ; মাঠ । প্র—"প্রমিলা প্রাস্তরে কি দোধিৰ তোরে আমি পতি অভাজন।”—কবিকঙ্কণ অতি দুর অরণ্য ; বন ; জঙ্গল । ৩ । কেটির । প্রান্তশূন্ত-বি, পুং ছায়াবিহীন পথ। প্রান্তস্থ (প্রান্তস্থ ) { প্রাপ্ত—স্থ(স্থিত ) ] বির্ণ, শেষ-সীমাস্থিত ; প্রাপ্তবর্তী । প্রাপণ (ন) [ প্র-আপ (পাওয়া)+অন ( ভাবে-অনটু ) ] বি, ক্লী, প্রাপ্তি। ২ । পাওয়ান। বিপ, প্রাপক। প্রাপিত প্র-আপ +ণিচূ=প্রাপি (পাওয়ান) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, যাহা পাওয়ান হইয়াছে ; প্রাপ্তি করান। . প্রাপ্ত | প্র-আপ ( পাওয়া )+ত ( কৰ্ম্মে— ক্ত ) ] বিণ, লব্ধ ; অধিগত। ২ । গৃহীত। প্রাপ্তকল্যাণ ( প্রাপত্তকোল্ল্যান) [ প্রাপ্ত (লঞ্চ ) হইয়াছে কল্যাণ ( মঙ্গল, সৌভাগ্য ) যৎকত্ত্বক, বহু ] বিণ. লগীমন্ত ; ভাগ্যবান। প্রাপ্তকাল ( ) ( প্রাপ্ত ( আগত) হইয়াছে *लि ( भूमिभद्म ) शिव ब१] दि१, षांशं মরণকাল উপস্থিত হইয়াছে , আসমৃত্যু। ২ । প্রাপ্তাবকাশ । প্রাপ্তপঞ্চয় (–পন্‌চৎ৩ ) ( প্রাপ্ত (উপস্থিত, আগত ) হইয়াছে পঞ্চস্থ ( মৃত্যু ) যাহার, বহ ] বিণ, মৃত । প্রাপ্তবয়স্ক ( বয়ণক ) ( প্রাপ্ত ( আগত, উপস্থিত ) বয়স ( পূর্ণ বয়স, সাবালকত্ব ) যাহার, বহ ] বিণ. পূৰ্ণবয়স্ক ; সাবালক । প্রাপ্তবুদ্ধি | প্রাপ্ত ( আগত, উপস্থিত ) হইয়াছে বুদ্ধি যাহার, বং ] বিণ, জ্ঞানী : বুদ্ধিমান। ২। শিক্ষিত। প্রাপ্তব্য (প্রাপুতো ব) প্রাপ্ত (দ্রঃ), তব্য ( কৰ্ম্মে ) ] বিণ, প্রাপ্তিযোগ্য ; প্রাপ্য ; লব্ধব্য । ২ । গন্তব্য : গম্য । প্রাপ্তব্যবহার (ধ্ববহার) (প্রাপ্ত হইয়াছে ব্যবহার যৎ কর্তৃক, বহ ] বিণ, প্রাপ্তবয়স্ক ; সাবালক । প্রাপ্ত ভার ( ) ( প্রাপ্ত—ভার যৎ কর্তৃক, বহ ] বি, পুং, ভারবহনক্ষম ; ভার-সহিষ্ণু উষ্ট্র গর্দভাদি । বিণ, ভারগ্রস্ত । প্রাপ্তযৌবন () (প্রাপ্ত (আগত উপস্থিত) যৌবন যাহার, বহু ] বিণ, পূৰ্ণবয়স্ক : সোমন্ত। স্ত্রী, প্রাপ্তযৌবন। প্রাপ্তরূপ ( প, ) { প্রাপ্ত হইয়াছে রূপ ( আকৃতি) যৎ কর্তৃক, বহু ] বিণ, রমণীয় ; সুন্দর ; রম্য ৷ ২ ৷ পণ্ডিত । প্রাপ্তাপরাধ ( , ) ( প্রাপ্ত—অপরাধ (ক্ৰটি, দোৰ ) ] বিণ, যাহাঁকে অপরাধ বা দোষ স্পর্শ করিয়াছে ; অপরাধগ্রস্ত ; যে দোষের ভাগী হইয়াছে । স্ত্রী, প্রাপ্তাপরাধা । প্রার প্রাপ্তি | প্র-আপ +তি ( ভাবে—ক্তি) ]ৰি, স্ত্রী, প্রাপণ । ২ । আয় ; উপার্জন | প্ৰ— "লোকের যখন শ্ৰীবৃদ্ধি হয়, তখন নানা প্রকারেই প্রাপ্তি হইয় থাকে ৷”—টেকচাদ । ৩। লভ্য ; লাভ । প্র—“এ ব্যবসায়ে বেশ প্রাপ্তি আছে।" s । উন্নতি ; বৃদ্ধি । • । উপস্থিতি। ৬। অষ্ট ঐশ্বৰ্য্যের অস্ততম ; যথেচ্ছ গমনের শক্তি । ৭ । কামপত্নীবিশেষ। ৮ । কংসপত্নীবিশেষ । প্রাপ্তিযোগ্য (জোগগ ) ( প্রাপ্তির যোগ্য, ৬ তৎ ] বিণ, প্রাপ্তব্য । প্রাপ্তিস্থান (প্রাপতিস্থান) [প্রাপ্তির স্থান ৬ তৎ ] বি, যে স্থানে পাওয়া যায় ; পাইবার ঠিকানা । প্রাপ্ত্যiশা (প্রাপ্তির—আশা ] ৰি, স্ত্রী, লাভের ইচ্ছা । প্রাপ্য। প্র-আপ +ধ (কৰ্ম্মে, খ্যণ ) ] বিণ. লভ্য ; প্রাপণায় ; প্রাপ্তব্য ৷ ২ ৷ গমনযোগ্য ; গম্য : গন্তব্য । ৩ । [ ব্যাকরণে ] কৰ্ম্মবিশেষ । প্রাবর ( ) {প্র—আ-বৃ ( আবরণ করা ) + অ (করণে-অল) ] বি, পুং, প্রাকার ; প্রাচীর ; বেড়া । প্রাবরণ (ন)। প্র-আ—বু (আবরণ করা ) +অন ( করণে—অনটু ) ] বি, ক্লী, প্রকৃষ্ট আবরণ ৷ ২ ৷ উত্তরীয় বস্ত্র ; আবরণ বস্ত্ৰ ; উড়ানি । প্রাবল্য (প্রবল+য (ভাবে-ঘণ,) ]বি, ক্লী, প্রভাব ; শক্তি ৷ ২ ৷ উৎকটত ; প্রবলতা । প্রাবাসিক ( শিক্ ) [ প্রবাস +ইক ] বিণ, প্রবাস সম্বন্ধীয়। ২। প্রবাসের উপযোগী । প্রাবণ্য ; প্রবীণ +য ( ভাবে ) ] বি, ক্লী, প্রবীণত ; কুশলতা : নৈপুণ্য, পটুতা । প্রবুট প্রে–আ—বৃৎ, (বৰ্ষণ হওয়া )+ক্ষিপ, (অধি) যে কালে বৃষ্টি হয় ] বি, স্ত্রী, বর্ষাকাল। প্র—“প্রার্টু সময়ে গরজে ঘন ঘোর ”— জ্ঞানদাস । প্র—“প্রার্ট প্রবৃত্ত হৈল ইত্ৰ আইল সেজে"—শিবায়ন । প্রীবৃড়তায় । প্রার্টু (বধা ) অত্যয় (অপগম) হয় যে সময়ে, বহু ] বি, পুং, শরৎকাল । প্রাবৃত । প্র—আ-বু (আবরণ করা)+ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, যাহা আবরণ করা হইয়াছে ; আচ্ছাদিত ; বেষ্টিত । প্রাবৃতি ( প্ৰ—আ—বু (আবরণ করা)+তি ( করণে, ক্তি ) ] বি, স্ত্রী, আবেষ্টন ; বেড়া । ২ । [ ভাবে—ক্তি ] আচ্ছাদন । প্রাবৃষ, (, ) (প্র—আ-বৃষ (বৰ্ধণ হওয়া) +ক্ষিপ ( অধি ) যে সময়ে বৃষ্টি হয় ] বি, স্ত্রী, ৰধাকাল । বিণ, প্রাবৃষ্য-বর্ষাকালীন ।