পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১০৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বধ বধস্থলী (স্থোলি) বি, স্ত্রী, বধ্যভূমি ; বস্থান ; মশান । বধাহঁ [বধ ( বিনাশ ) অর্থ ( যোগ্য )—৬তৎ ] ৰিণ, বংযোগ্য ; বিনাশের উপযুক্ত । বধির (বোধি ) { বৰু (বন্ধন করা)+ইর (কর্তৃ) সংজ্ঞার্থে] বিণ, শ্রবণশক্তি বিহীন ; যাহার কাণে শুনিতে পায় না ; কালা । বধী ( বোধি) { বধ+ইন (করোত্যৰ্থে) ]বিল, বধকারী ; হত্যাকারী ; ঘাতক । বধু (বোধু) (সং-বহ, (পাওয়া) উ (!-- কৰ্ম্মে ) যাহাকে বহন করা যায়। "গ্ৰী যোধিদবলা যোধা নারী সীমস্তিনী বধু। প্রতীপ দৰ্শিণী বামা বনিতা মহিলা তথা ॥”—আমর। ক্ষুদ্রার্থে—বধুট ] ধি, স্ত্রী, বনিতা ; মহিলা । ২। বউ ; নববিবাহিত স্ত্রী। ৩। যা ; পুত্রবধু কুলস্ত্রী ; কুলবালা । ৫ । [ বৈদ্যকে ] অনন্তমূল। (২) শট। (৩) পিড়িংশাক । বধুজন (বোধু) [ব (দ্রঃ)—জন (সমৃদ্ধার্থে)] ৰি, অঙ্গনাগণ : নারীসমুহ । প্র—"গোপ বধুজন বিকশিত যৌবন । পুলকিত যমুন, মুকুলিত উপবন ॥”—রবি। (২) [ বধু— জণ ( লোক )—কৰ্ম্মধা । গ্রা–মেয়েলোক ] স্ত্রীলোক । বধুটী (বাে) বা টা ( ক্ষুদ্রার্থে ) ] বি, স্ত্রী, অল্পবয়স্ক বণু বালিকা বধু। বধুৎসব ( বোংশ) [ বপুর উৎসব-৬তং ] বি, পুং, বধূর প্রথম রজোদশন ঘটিত উৎসব ; পুষ্পোৎসব । ২ । [ প্রাদে ] বৌভাত । বধুমাতা (বাে) বধু-মাতা (সুমে মাতৃ ও স্নেহে কন্যাস্থানীয়া বলিয়া ) ] বি, স্ত্রী, শিষ্ট্রসমাজে পুত্রবধু ও ভাদ্রবধুর প্রতি সম্বোধন ; বউমা । বধূসর, বধূসর ( বোধুণর ) বি. মহাওরিতোক্ত পবিত্রসলিলা নদীবিশেষ । কথিত আছে, একদা ভূগুমুনি স্নানার্থে গমন করিলে পুলোমনামক এক রাক্ষস ভৃগুপত্নী গর্ভবতী পুলোমাকে হরণ করিয়া লইয়া যায়। সেই সময় ভৃগুবৰুরোদন করিতে থাকেন। তাহার নয়নঞ্জলে এই নদীর উৎপত্তি হয় । গর্ভস্থ শিশু মাতাকে রক্ষা করিবার জন্ত ভূমিষ্ঠ হইয় স্বীয়তেজে পুলোমা রাক্ষসকে ভস্মীভূত করেন। বধোদ্যত ( দত ) [ বধ+উদ্যত ] বিণ. যে বধ করিবার জন্ত উদ্যত হইয়াছে ; হত্যা করিতে প্রস্তুত । বধোপায় ( , ) ( বধের উপায় ] কি হনন কৌশল ৷ ২ ৷ বধসাধন । বধ্য ( বোধ,ধ ) { বধ ( হিংসা করা, বিনাশ করা )+য (ক্যপূ—কৰ্ম্মে ) যাহাকে বধ করে ] ৰিণ, বধের যোগ্য ; বিনাপ্ত । بخt) ه ۵ বধ্যপাল (বোধোপাল্) (ব্য (বৎযোগ) পাল (প *শিচ,=পালি+অচ-কত্ত্ব ] ৰি, যাহারা বধ্যদিগকে রক্ষা করে ; কারাগার রক্ষক । বধ্যভূমি (বােধোভূমি) (ব্য (বৎযোগ) যে ভূমি ( স্থান )—কৰ্ম্মধা ]বি, স্ত্রী, বধস্থান ; যে স্থানে প্রাণদণ্ড করা হয় ; মশান। - বন (ন) [ বন (বিস্তারে )+অ ( অৰ্চ-কর্তৃ) যে বিস্তৃত হয় ] বি, ক্লী, অরণ্য ; কানন । ২ | [ অন্ত শব্দের সহিত সমাসযুক্ত হইলে ] বিণ. আরণp: বস্ত । প্র—বনমানুষ ; বনমল্লিকা ; বনশুরণ ; বনপুষ্প । ৩। জল। প্র—বষ্ঠা ; বান ( জলসমূহ )। ৪ । সমূহ : সকল । প্র—"যিনি কাৰ্ত্তবীৰ্য্যাজুনের ভুঞ্জবন ছেদন করিয়াছিলেন” । বনকদলী (ন) [ বনের কদলী—৬তৎ ] বি, স্ত্রী, কাঠকলা । বনকন্দ বনের কম্প ( মূল )—৬তৎ ] বি, পুং, বুনোওল । বনকর ( বনক ) বি, বনবিভাগের প্রাপ্য রাজস্ব । বনকুকুট (ঘনকুক্কুটু) বি, পুং, আরণ্যকুকুট ; বনমুরগী। " বনকোলা [ বনের কোলী (কুল) —৬তৎ ] বি, স্ত্রী, বনকুল । বনগহন গহন) [ গহন (নিবিড় বন)--কৰ্ম্মধা । শব্দ বিপৰ্য্যয়ে ] বি, ক্লী, গহনবন : নিবিড় বন । বনগো (ন)। বনের গো (গর)–৬তৎ ] বি, ব্যু গঞ্জ । বনগোচর ( ) { বনে গোচর (প্রত্যক্ষ ) হয় যে ] বি, বনচারী মনুষ্য : বুনো। বনচন্দ্রিকা ( চোন দৃক বনের চন্ত্রিক (চন্দ্রমল্লিক। ফুল)—৬তৎ]বি, স্ত্রী, বনমল্লিকা । ২ । বনে প্রতিফলিত জোৎস্না । বনচর (র) [ যে বনে বিচরণ করে, উপপদ ] বিণ, অরণ্যচারী ৷ ২ ৷ ব্যাধ। ৩। রাক্ষস । ৪ । হিংস্র জন্তু । বনচাঁড়াল (বোন, ল) [সং–চণ্ডালিক] বি, চণ্ডালবল্পকী নামক ত্রিপর্ণ ক্ষুপবিশেষ ; পল্লীগ্রামে সুলভ | বনচারী { বনচরিন শব্দ ১ম, ১ব ] বি, বনে বিচরণকারী ; বনচর । বনজ [ বন (অরণ্য, জল ) জ ( জন—জন্মান +অ-কত্ত্ব ) +উপপদ : যে বনে জন্মে ] বিণ, অরণ্যজাত ; বনজাত ৷ ২ ৷ জলজ । বনজঙ্গল (বোনঞ্জংগল) { সহচর শব্দদ্বয় । বন ও জঙ্গল ] বি, ক্ষুদ্র বৃহৎ বৃক্ষ এবং লতা গুল্মাদি পরিবৃত স্থান ; নিবিড় অরণ্য এবং বৃক্ষরিল ও ক্ষুপ বা ঝোপপূৰ্ণ স্থান । বন বনজাম ( বোন্‌জাৰু) বি, জামের মত বস্ত বল विtनर ; छूश्बम । বনদীপ (পূ) বি, বনচম্পক। বনদেবতা [ বনের দেবতা—৬তৎ ] ধি, স্ত্রী, বনের অধিষ্ঠাত্রী দেবতা । বনধেমু [বনের ধেনু ( গরু )—৬তৎ ] বি, স্ত্রী, বনগো । বননিবাসী (পি ) { বন-নিবাসী (নিবাসিন ১ম, ১ব ) ] বি৭, বনে বাসকারী ; বনবাসী। স্ত্রী, বননিবাসিনী—বনবাসিনী। প্র"বননিবাসিনী দাসী নমে রাজপদে”— বীরাঙ্গন । বনপশা, বনফশ। –বনকুশ ] বি, ক্ষুদ্র শাকবিশেষ ; বনফশার সরবৎ ঔষধাৰ্থে ব্যবহৃত হয়। বনপ্রিয় ( বনপ পৃয়) { বন প্রিয় (অস্তিলধিত) যাহার—বং]বি, পুং, কোকিল। প্র—"তিলফুল জিনি নাসা, বনপ্রিয় জিনি ভাষা, ভুর যুগু চাপ मtशन: ।'-कविकङ्ग१ । २ । वि१, cय বনে থাকিতে ভালবাসে । বনফুল—(ল বি, আরণ্য প্রন্থন, বস্ত কুসুম। বনবরা (ন) { সং—বন্তবরাহ ] বি, বঙ্গবরাহ ; বুনো শুয়ার। প্র—“ভয়ে ধরে বনবরা, শুধু. হরিণ"—ঘনরাম। বনবাদড় বন-বাদড় ( বাদরা গাছ )) বি, বনের অকেজো গাছপালা। বনবাদড় গাছ—বি, পরগাছা : নানাপ্রকার বন ফুলের ও পাতাবাহারের গাছ : orchid. বনবাদাড় (ন, ড় ) [ বন ও বাদাড় ( বাদ (দ্রঃ) ক্ষুপসঙ্কুল জলাভূমি ) ] বি, অরণ্য ও জলাভূমি : বনজঙ্গল। বনবাসী (শি ) { বন—ৰসূ ( বাস করা ) +ইন (শিন—কর্তৃ)—উপপদ বিণ. বনে বাসকারী ; অরণ্যবাসী । স্ত্রী, বনবাসিনী। বনবিড়াল, বিরাল [বনের বিড়াল—৬তৎ ] আরণ্য বিড়াল। প্র—“এই বিড়াল বনে গেলে বন বিড়াল হয়”—প্রবচন । বনভোজন (বোনভোজন) বিনে ভোজন বি, বন্ধুজনে মিলিত হইয়া বন ভ্রমণে গিয়া তথায় রন্ধনাদি করত প্রীতিভোজ । প্র—"কোথা বনভোজন কোথাহ বস্ত্র চুরি। কদম্বের ডালে কৃষ্ণ তলে গোপনারী।”—শিবায়ন। বনমক্ষিকা (মোথিকা) বি, স্ত্রী, বুনোমাছি। বনমল্লিক (ন, মো) বি, অতি সুগন্ধ লতাপুষ্পবিশেষ ; কাঠমল্লিকা ৷ এই মঞ্জিকাজাতীয় লতা অরণ্যে জঙ্গিয় বৃহৎ বৃক্ষকে আশ্রয় করে। ইহার ফুল ফুটিলে সমস্ত বন আমোদিত হয় । গাছে উঠে বলিয়া কাঠমল্লিক' নাম । wild violet.